৩ডি গ্লাস কেনাকাটা
থ্রীডি মানে হলো ত্রিমাত্রিক। এখানে ৩টা ডাইমেনশন হল দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। আমরা সাধারণত টিভিতে খালি চোখে যে ভিডিও বা ছবি দেখি সেটা ২ডি আকারে থাকে কিন্তু ৩ডি আকারে হলে আমাদের মনে হবে যে সেই দৃশ্যগুলো হয়ত আমাদের সামনেই ঘটছে। আজকাল প্রায় সব ধরনের টিভিতেই থ্রীডি মুভি বা ভিডিও দেখা যায়। এর জন্য টিভিটি অবশ্যই থ্রীডি ভিডিও চালানোর মত সক্ষমতা থাকতে হবে। এছাড়াও দরকার হবে একটি থ্রীডি ভিডিও পাশাপাশি লাগবে একটি ৩ডি চশমা।
৩ডি গ্লাস মূলত ২ প্রকার একটি হলো অ্যানাগ্লাফ এবং আরেকটি হলো পোলারাইজড। বর্তমান সময়ে অ্যানাগ্লাফ গ্লাসগুলো সবচেয়ে বেশি দেখা যায়। এটি দেখতে কিছুটা উদ্ভট টাইপের চশমার মত এটির এক চোখের গ্লাস থাকে লাল কালারের আরেক পাশের গ্লাস থাকে নীল কালারের । পোলারাইজড ৩ডি গ্লাস দেখতে অনেকটা অন্য সাধারণ চশমার মতই তবে এর গঠন পদ্ধতিতে ভিন্নতা রয়েছে । এটি সাধারণত বিভিন্ন থিয়েটার কিংবা সিনেমা হলে ৩ডি ভিডিও দেখার জন্য ব্যবহার করা হয়ে থাকে।
আরও ভাল ৩ডি অভিজ্ঞতার জন্য আপনার সবচেয়ে ভাল স্মার্ট টিভি নির্বাচন করা উচিত।