টিভি প্রধানত বাসাবাড়িতে অবসরে বিনোদনের একমাত্র মাধ্যম। তাছাড়া শপিংমল, রেস্টুরেন্ট, কিংবা দোকান গুলোতে এখন সচারাচর টিভি দেখতে পাওয়া যায়। বর্তমান সময়ে বাংলাদেশে প্রায় সব বাসা বাড়িতে টিভি রয়েছে। চাহিদার সাথে তাল মিলিয়ে নতুন নতুন প্রযুক্তি যোগে বাংলাদেশে বিভিন্ন সাইজের কোয়ালিটি সম্পন্ন টিভি রয়েছে। টিভি হচ্ছে মূলত ছবির দেখার সাথে শব্দ শোনার একমাত্র দূর দর্শন যন্ত্র। টেলিভিশনকে দূর দর্শন যন্ত্র বলার কারণ হচ্ছে একটি নির্দিষ্ট দূরত্বে থেকে দেখতে হয়।তবে দূরত্ব নির্ভর করে প্রধানত টিভির সাইজের উপর। একটি টিভি কেনার আগে, আপনাকে যেমন টিভির দাম তুলনা করতে হবে, তেমনি ঘরের দূরত্ব অনুমান করে রেজোলিউশন, পিক্সেল এবং স্ক্রিনের আকার সম্পর্কেও জানতে হবে। তাহলে চলুন জেনে নেই বিষয়গুলো সম্পর্কে:
টিভি রেজোলিউশন ও পিক্সেল
টিভি দেখার দূরত্ব নির্ধারণ করার ক্ষেত্রে রেজোলিউশন এবং পিক্সেল সম্পর্কে জানা জুরুরী। নতুন নতুন প্রযুক্তি যুক্ত করার ফলে সিআরটি, এলইডি, এলসিডি, ওএলইডি এবং প্লাসমা টাইপ টিভি সচারাচর পাওয়া যায়। তবে এসমস্ত টিভি এইচডি, ফুল এইচডি টিভি হলেও রেজোলিউশন পার্থক্য রয়েছে। টিভি যত বেশি রেজোলিউশন হবে ততো ভালো মানের ছবি দেখা যাবে। বর্তমানে ৪ ধরনের রেজোলিউশন এর এইচ.ডি ও ফুল এইচডি টিভি পাওয়া যায়। যা সাধারণত ৭২০পি, ১০৮০পি, ৪কে এবং ৮কে টাইপের হয় এবং নির্দিষ্ট পরিমানের পিক্সেল বহন করে। রেজোলিউশন এর সাথে পিক্সেলের পরিমান আলোচনা করা যাকঃ
রেজোলিউশন | পিক্সেল |
৭২০পি | ১২৮০ x ৭২০ |
১০৮০ পি | ১৯২০ x ১০৮০ |
৪কে | ৩৮৪০ x ২১৬০ |
৮কে | ৭৬৮০ x ৪৩২০ |
টিভি দেখার দূরত্ব
টিভি দেখার জন্য দূরত্ব নির্ধারণ করার পূর্বে রুমের সাইজের সাথে সামঞ্জস্য রেখে সঠিক সাইজের টিভি নিতে হবে। ছোট রুমের জন্য বড় সাইজের টিভি ব্যবহার করা ভালো না। আবার টিভি যদি রুম এর তুলনায় অধিক ছোট হয়, সেক্ষেত্রে ভালো এইচডি অভিজ্ঞতা পাওয়া যাবে না। তাহলে বিভিন্ন সাইজ এর রুমের জন্য টিভির পিক্সেল অনুযায়ী সঠিক দূরত্ব সম্পর্কে আলোচনা করা যাকঃ
বর্তমানে সব ব্র্যান্ডের টিভিতেই উন্নত প্রযুক্তির সাথে এইচডি ও ফুল এইচডি রেজোলিউশন থাকে।তাই রুমের এর জন্য উপযোগী সঠিক মাপের টিভি নির্বাচন করতে উপরোক্ত বিষয়গুলো নিঃসন্দেহে গ্রাহকের জন্য একটি ভাল অভিজ্ঞতা দিবে। তাছাড়া আমাদের দেশে বিভিন্ন সাইজের চায়না টিভি পাওয়া যায়, যা দামে সাশ্রয়ী ও গুণগত মানেও ভালো। চায়না টিভি নেওয়ার ক্ষেত্রে উপরোক্ত বিষয় গুলো দেখে রুমে সাইজের সাথে টিভির সাইজ এবং দূরত্বের বিষয় গুলো মিলিয়ে নিতে পারবেন।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: March 27, 2023