bdstall.com

এসএসডি (SSD) কি?

What is SSD?এসএসডি (SSD) শব্দটির পূর্ণরূপ হল সলিড স্টেট ড্রাইভ। এটি মূলত কম্পিউটারের একধরনের ফ্ল্যাশ স্টোরেজ ব্যবস্থা। যার মূল কাজ হল তথ্য সংরক্ষণ করে রাখা। ওজনে হালকা এবং আকারে ছোট হওয়ায় দিন দিন এই এসএসডির জনপ্রিয়তা ক্রমেই বেড়ে চলেছে এবং হার্ড ড্রাইভ এর প্রচলন কমে আসছে। এসএসডিতে হার্ড ড্রাইভের মত কোন ডিস্ক থাকে না। এতে কয়েকটি ইলেকট্রিক চিপ থাকে যা ডাটা সংরক্ষনের কাজটি করে। এই এসএসডি স্টোরেজ ব্যবস্থা হার্ড ড্রাইভ এর তুলনায় অনেক দ্রুত কাজ করে। কয়েক মাইক্রো সেকেন্ডের মধ্যে এর থেকে ডাটা পাওয়া যায় যা হার্ড ডিস্কের করতে কয়েক মিলি সেকেন্ড সময় লেগে যায়। এছাড়া হার্ড ড্রাইভ এর তুলনায় এর ডাটা ট্রান্সফার রেইটও অনেক বেশি। এছাড়াও হার্ড ড্রাইভে ম্যাগনেটিক ফিল্ড থাকার কারণে সহজে ডাটা নষ্ট হওয়ার ভয় থাকে যা এসএসডি ড্রাইভ এ নেই। ভিতরে যন্ত্রাংশ না থাকার কারণে পড়ে গিয়ে নষ্ট হয়ে যাওয়ার ভয়ও কম এসএসডিতে। দ্রুত রীড-রাইট ব্যবস্থা থাকার ফলে কম্পিউটার কাজ করে চোখের নিমিশে। তাই ফ্ল্যাশ ড্রাইভের এই স্টোরেজ দিন দিন বহুল ব্যবহৃত হয়ে উঠছে। প্রযুক্তির উন্নয়নে এসএসডি এর দাম এখন অনেক কমে গিয়েছে। বর্তমানে ১৫০০ টাকার ভিতর ভাল মানের এসএসডি ডিস্ক পাওয়া যায়।

 

এসএসডির কিছু কমন তথ্যঃ

 

ফর্ম ফ্যাক্টরঃ  ২.৫", এম.২ (M.2) এবং পোর্টেবল

 

ইন্টারফেসঃ

 

  • সাটা-২ঃ ৩ জিবি/সে স্পীড
  • সাটা-৩ঃ ৬ জিবি/সে স্পীড
  • পিসিআই জেন-৩ঃ ৮ জিবি/স স্পীড

 

রিড স্পীডঃ ৫৬০ মেগা/সে থেকে ৩.৪ জিবি/সে

 

লেখার গতিঃ ৫৩০ মেগা/সে

 

এন্ডুরেন্স রেটিংঃ এটি দিয়ে এর স্থায়িত্ব পরিমাপ বা তুলনা করা যায়।  এসএসডি রেটিং হল 70 TWB।

 

ধারণক্ষমতাঃ ৮০ জিবি থেকে ৪ টেরাবাইট পর্যন্ত হয়ে থাকে।

 

মেমরি সেল টাইপঃ SLC, MLC, TLC, QLC হয়ে থাকে

 

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: July 01, 2024
Reviews (0) Write a Review