bdstall.com

কানের শোনার মেশিন ব্যবহারে কিছু সতর্কতা

কানে কম শোনা বা শ্রবণশক্তি সমস্যা জনিত ব্যাক্তিদের জন্য হিয়ারিং এইড হচ্ছে সবচেয়ে কার্যকর ডিভাইস। তবে, এই ধরণের ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে সঠিক ব্যবহারবিধি জানার পাশাপাশি কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করাটা খুবই জুরুরি। ফলে, আপনি নতুন বা অভিজ্ঞ কানের মেশিন ব্যবহারকারী হোন না কেন, উন্নত টেকনোলোজিতে তৈরি ডিজিটাল হিয়ারিং এইড থেকে সর্বাধিক সুবিধা নেওয়ার পাশাপাশি সম্ভাব্য অসুবিধাগুলো সহজে এড়াতে পারবেন। তাহলে চলুন কানে শোনার মেশিন ব্যবহারে কিছু সতর্কতা সম্পর্কে জেনে নেওয়া যাক।

কানে শোনার মেশিন ব্যবহারে কিছু সতর্কতা

  • কানে শোনার মেশিন ব্যবহার করার সময় প্রথমে ভলিউম কম মাত্রায় দিয়ে ব্যবহার করবেন। তারপর প্রয়োজন অনুযায়ী ধীরে ধীরে ভলিউম বাড়াতে পারেন। কারণ হঠাৎ উচ্চ শব্দে কিংবা দীর্ঘ এক্সপোজার আপনার শ্রবণশক্তি আরও ক্ষতিগ্রস্থ হতে পারে।
  • গোসল, কিংবা সাতার কাটার ক্ষেত্রে কানে শোনার মেশিন ব্যবহার করা যাবে না। কারণ অতিরিক্ত আর্দ্রতা হিয়ারিং মেশিনের অভ্যন্তরীণ ম্যাটারিয়ালের এক্সপোজার এবং সার্কিট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাছাড়া, ব্যবহার করার প্রয়োজন না হলে কানের শোনার মেশিন শুষ্ক, ঠান্ডা জায়গায় রাখবেন।
  • হিয়ারিং এইড মূলত সূক্ষ্ম ডিভাইস, তাই এটি যত্ন সহকারে পরিচালনা করতে হবে। বিশেষ করে হাত ফসকে পড়ে যাওয়া, কিংবা এলোমেলোভাবে অপারেট করা যাবে না। কারণ এর ফলে আপনার কানের অভ্যন্তরীণ অংশে ক্ষতি হতে পারে। তাই, হিয়ারিং এইড কানে ঢোকানো বা কান থেকে খুলে রাখার সময় কোন ধরণের দুর্ঘটনাজনিত ক্ষতি রোধ করতে আলতো ভাবে ব্যবহার করতে হবে।
  • নিয়মিত ব্যবহারে হিয়ারিং এইড প্রতিদিন পরিষ্কার করতে হবে, তবে পরিষ্কার করার ক্ষেত্রে পানি, সাবান, বা অন্যান্য পরিষ্কারকের পরিবর্তে নরম, শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে। পাশাপাশি আপনার কানও পরিষ্কার রাখতে হবে।  এতে কানে শোনার মেশিনটি দীর্ঘদিন ব্যবহার উপযোগী থাকবে।
  • হিয়ারিং এইড দীর্ঘমেয়াধী ব্যবহার নিশ্চিত করতে ভালোভাবে পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণের জন্য অডিওলজিস্টের কাছে নিতে হবে।
  • সর্বোত্তম কর্মক্ষমতা নিশ্চিত করতে নির্দিষ্ট সময় পর কানে শোনার মেশিনের ব্যাটারি রিপ্লেস করতে হবে। তাছাড়া, অতিরিক্ত সুরক্ষিত থাকার জন্য সব সময় আপনার কাছে অতিরিক্ত হিয়ারিং এইড ব্যাটারি রাখতে পারেন।
  • তাছাড়া, কানে শোনার মেশিন আপনার কানে সঠিকভাবে ফিট হয় কিনা তা নিশ্চিত করতে হবে। আনফিট হিয়ারিং এইড আপনার কানে অস্বস্তি সৃষ্টি করতে পারে এবং শব্দের গুণমানকে প্রভাবিত করতে পারে। তাই, আপনার কানে শোনার মেশিন যথাযথ ফিট বা বসানো নিয়ে কোনো সমস্যা হলে অডিওলজিস্টের পরামর্শ নিতে হবে।
  • এছাড়াও, হিয়ারিং এইড ব্যবহারে কোনো প্রকার অস্বস্তি, শ্রবণশক্তিতে পরিবর্তন, বা আপনার কানে শোনার মেশিনের সাথে অন্যান্য সমস্যা অনুভব করেন, তাহলে অডিওলজিস্টের সাথে যোগাযোগ করতে হবে। পাশাপাশি তাদের নির্দেশনা যথাযথ ভাবে অনুসরণ করতে হবে। 
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: July 31, 2024
Reviews (0) Write a Review