bdstall.com

রেডমি ১২ বনাম নোট ১২ বনাম নোট ১২ প্রো

স্মার্টফোনের ক্রমবর্ধমান চাহিদা অনুযায়ী সারাবিশ্বের পাশাপাশি বাংলাদেশে শাওমি ব্র্যান্ডের রেডমি সিরিজ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। শাওমি ব্র্যান্ড মূলত কম বাজেটের মধ্যে সেরা রেডমি সিরিজের মোবাইল ফোন সরবারহ করায় আমাদের দেশে গ্রাহক চাহিদাও অনেক। তাছাড়া, গ্রাহক চাহিদা অনুযায়ী প্রায় প্রতিবছরই শাওমি মোবাইল নতুন নতুন ফিচার, টেকনোলোজি, উন্নত কোয়ালিটির ক্যামেরা, এবং ব্যাটারির সমন্বয়ে নতুন মডেলের রেডমি সিরিজের মোবাইল ফোন সাশ্রয়ী দামে সরবারহ করে। বর্তমানে, বাংলাদেশের বাজারে শাওমি রেডমি সিরিজের রেডমি ১২, রেডমি নোট ১২ এবং রেডমি ১২ প্রো মডেলের তিনটি মোবাইল পাওয়া যাচ্ছে। তবে, ডিসপ্লে, ডিজাইন, কনফিগারেশন এবং ফিচারস ভেদে রেডমি সিরিজের এই তিনটি মডেলের মোবাইলে আলাদা আলাদা বিশেষত্ব রয়েছে। তাহলে চলুন রেডমি ১২, রেডমি নোট ১২ এবং রেডমি নোট ১২ প্রো এর বিশেষ কিছু বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নেওয়া যাক।

 

রেডমি ১২ বনাম রেডমি নোট ১২ বনাম রেডমি নোট ১২ প্রো

১। ডিজাইনঃ

  • রেডমি ১২ মোবাইল ফ্রন্ট এবং ব্যাক সাইডে গ্লাস ব্যবহারের পাশাপাশি মোবাইলটির বডি প্লাস্টিক ম্যাটেরিয়ালে তৈরি।
  • রেডমি নোট ১২ মোবাইলটি পলিকার্বোনেট ম্যাটারিয়াল এবং ম্যাট সারফেস  দিয়ে তৈরি হওয়ায় কিছুটা পিচ্ছিল এবং চকচকে দেখায়।
  • রেডমি নোট ১২ প্রো মোবাইল প্লাস্টিক এ তৈরি যা ম্যাট ফ্রেমের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে তৈরি। এছাড়াও, এই মডেলের মোবাইলটির সামনে এবং পিছনে উভয় দিকে ফ্ল্যাট গ্লাস রয়েছে, ফলে যথেষ্ট আকর্ষণীয় দেখায়।

২। ডিসপ্লেঃ

  • রেডমি ১২ মোবাইল এ ৬.৭৯ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ৯০ হার্জ এবং ৫৫০ নিটস ( পিক) রয়েছে যা ভালো ব্রাইটনেস ও পরিষ্কার ছবি দেখার সুবিধা প্রদান করে। এছাড়াও, এই মডেলের মোবাইলটি ফুল এইচডি রেজোলিউশন প্রদান করে, যার ডেনসিটি ৩৯৬ পিপিআই।
  • রেডমি নোট ১২ মোবাইল এ ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্জ এবং ১২০০ নিটস এর ব্রাইটনেস প্রদান করে। এছাড়াও, ৩৯৫ পিপিআই ডেনসিটির ফুল এইচডি রেজোলিউশন প্রদান করে। পাশাপাশি ডিসপ্লেটি সুরক্ষিত রাখার জন্য করনিং গরিলা গ্লাস ৩ প্রটেকশন রয়েছে।
  • রেডমি নোট ১২ প্রো মোবাইলটিতে ৬.৬৭ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্জ এবং ৭০০-১১০০ নিটস এর ব্রাইটনেস প্রদান করে। মোবাইলটির ডিসপ্লে ৩৯৫ পিপিআই ডেনসিটির ফুল এইচডি রেজোলিউশন প্রদান করে। এছাড়াও রেডমি নোট ১২ প্রো মোবাইল এর ডিসপ্লেতে গরিলা গ্লাস ৫ প্রটেকশন রয়েছে।

৩। চিপসেটঃ

  • রেডমি ১২ মোবাইল এ ১২ ন্যানো মিটারের মিডিয়াটেক হেলিও জি৮৮ এর চিপসেট রয়েছে, যা মাল্টি-ক্যামেরার সাথে ওয়াইড-অ্যাঙ্গেল, টেলিস্কোপিক, ম্যাক্রো সহ ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী ছবি, ভিডিও করতে সহায়তা করে।
  • রেডমি নোট ১২ মোবাইল এ ৬ ন্যানো মিটারের কোয়ালকম এসএম৪৩৭৫ স্ন্যাপড্রাগন ৪ জেন ১ চিপসেট রয়েছে, যা ছবি, ভিডিও ক্যাপচার করার ক্ষেত্রে উন্নত বৈশিষ্ট্য প্রদান করে।
  • রেডমি নোট ১২ প্রো মোবাইল এ মিডিয়াটেক এমটি৬৮৭৭ভি ডাইমেনসিটি ১০৮০ মডেলের চিপসেট রয়েছে, যার ফলে গেমিং এ দ্রুত রেসপন্স প্রদান করে এবং খুবই কম ল্যাগ হয়।

৪। সিপিইউ ও জিপিইউঃ

  • রেডমি ১২ মোবাইল এ অক্টা কোর ( ২ x ২ গিগাহার্জ করটেক্স-এ৭৫ ও ৬ x ১.৮ গিগাহার্জ করটেক্স-এ৫৫) সিপিইউ এবং মালি-জি৫২ এমসি২ জিপিইউ রয়েছে।
  • রেডমি নোট ১২ মোবাইল এ অক্টা কোর ( ২ x ২ গিগাহার্জ করটেক্স-এ৭৮ ও ৬ x ১.৮ গিগাহার্জ করটেক্স-এ৫৫) সিপিইউ এবং এডরেন ৬১৯ জিপিইউ রয়েছে।
  • রেডমি নোট ১২ প্রো মোবাইল এ  অক্টা কোর ( ২ x ২.৬ গিগাহার্জ করটেক্স-এ৭৮ ও ৬ x ২.০ গিগাহার্জ করটেক্স-এ৫৫) সিপিইউ এবং মালি-জি৬৮ এমসি৪ জিপিইউ রয়েছে।

৫। ক্যামেরাঃ

  • রেডমি ১২ মোবাইল এর পিছনের দিকে ৫০ মেগাপিক্সেল ওয়াইড, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং ২ মেগাপিক্সলে ম্যাক্রো ক্যামেরা সহ ট্রিপল ক্যামেরা রয়েছে। এছাড়াও, এই মডেলের মোবাইলটির সামনের দিকে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।
  • রেডমি নোট ১২ মোবাইল এর পিছনের দিকে ৪৮ মেগাপিক্সেল ওয়াইড, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং ২ মেগাপিক্সলে ম্যাক্রো ক্যামেরা সহ ট্রিপল ক্যামেরা রয়েছে। এছাড়াও, এই মডেলের মোবাইলটির সামনের দিকে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।
  • রেডমি নোট ১২ প্রো মোবাইল এর পিছনের দিকে ৫০ মেগাপিক্সেল ওয়াইড, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং ২ মেগাপিক্সলে ম্যাক্রো ক্যামেরা সহ ট্রিপল ক্যামেরা রয়েছে। এছাড়াও, এই মডেলের মোবাইলটির সামনের দিকে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।

৬। ব্যাটারি ও ব্যাটারি লাইফঃ

  • রেডমি ১২ মোবাইল এ ৫০০০ মিলি অ্যাম্পিয়ার লিথিয়াম পলিমার ব্যাটারি রয়েছে, যা একবার চার্জে প্রায় ৩২ ঘন্টার মত বেক আপ প্রদান করে।
  • রেডমি নোট ১২ মোবাইল এ ৫০০০ মিলি অ্যাম্পিয়ার লিথিয়াম পলিমার ব্যাটারি রয়েছে, যা একবার চার্জে ৩২ ঘন্টার বেশি বেক আপ প্রদান করে।
  • রেডমি নোট ১২ প্রো মোবাইল এ ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার লিথিয়াম পলিমার ব্যাটারি রয়েছে, যা একবার চার্জে সর্বোচ্চ ১২ ঘন্টা বেক আপ প্রদান করে।

৭। ফিংগার প্রিন্ট সেন্সরঃ

  • রেডমি ১২, নোট ১২ এবং নোট ১২ প্রো সহ তিনটি মডেলের মোবাইলে সাইড মাউন্টেড ফিংগার প্রিন্ট সেন্সর রয়েছে।

৮। ভ্যারিয়েন্টঃ

  • রেডমি ১২ মডেলের মোবাইলটি ৪জিবি/১২৮জিবি, ৮জিবি/১২৮জিবি এবং ৮জিবি/ ২৫৬জিবি ভ্যারিয়েন্টে বাংলাদেশে পাওয়া যায়। র‍্যাম ক্যাপাসিটির উপরে নির্ভর করে রেডমি ১২ মোবাইলের দাম পরিবর্তিত হয়। রেডমি ১২ এর র‍্যাম যত বেশি হবে মোবাইলের দাম তত বেশি হবে।
  • রেডমি নোট ১২ মডেলের মোবাইল ৪জিবি/১২৮জিবি, ৬জিবি/১২৮জিবি এবং ৮জিবি/২৫৬জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যায়। র‍্যাম ক্যাপাসিটির উপরে নির্ভর করে রেডমি নোট ১২ মোবাইলের দাম পরিবর্তিত হয়। রেডমি নোট ১২ এর র‍্যাম যত বেশি হবে মোবাইলের দাম তত বেশি হবে।
  • রেডমি নোট ১২ প্রো মডেলের মোবাইলটি ৬জিবি/১২৮জিবি, ৮জিবি/১২৮জিবি, ৮জিবি/২৫৬জিবি এবং ১২জিবি/২৫৬জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যায়। র‍্যাম ক্যাপাসিটির উপরে নির্ভর করে রেডমি নোট ১২ প্রো মোবাইলের দাম পরিবর্তিত হয়। রেডমি নোট ১২ প্রো এর র‍্যাম যত বেশি হবে মোবাইলের দাম তত বেশি হবে।

৯। মেমোরি কার্ড স্লটঃ

  • রেডমি ১২ মোবাইল এ মাইক্রোএসডিএক্সসি মেমোরি কার্ড স্লট রয়েছে, যা সাধারণত সিম স্লটের সাথে শেয়ার করে ব্যবহার করা যায়।
  • রেডমি নোট ১২ মোবাইলটিতেও মাইক্রোএসডিএক্সসি মেমোরি কার্ড স্লট রয়েছে, যা সাধারণত সিম স্লটের সাথে শেয়ার করে ব্যবহার করা যায়।
  • রেডমি নোট ১২ প্রো মোবাইলটিতে আলাদা কোনো মেমোরি কার্ড স্লট নেই।

১০। কালারঃ

  • বাংলাদেশে রেডমি ১২ মোবাইল সাধারণত মিডনাইট ব্ল্যাক, স্কাই ব্লু, পোলার সিলভার, মুনস্টোন সিলভার এই চারটি কালারে পাওয়া যায়।
  • রেডমি নোট ১২ মোবাইল বাংলাদেশে ফ্রস্টেড গ্রিন, ম্যাট ব্ল্যাক, মিস্টিক ব্লু এই তিনটি আকর্ষণীয় কালারে পাওয়া যায়।
  • রেডমি নোট ১২ প্রো মোবাইল ফ্রস্টেড ব্লু (স্কাই ব্লু), অনিক্স ব্ল্যাক (মিডনাইট ব্ল্যাক), পোলার হোয়াইট, স্টারডাস্ট বেগুনিসহ ৪ টি আকর্ষণীয় কালারে পাওয়া যায়।

উপরোক্ত বিষয়গুলো বিবেচনায় নিয়ে বাজেট ও পছন্দ অনুযায়ী রেডমি সিরিজের জনপ্রিয় মডেলের মোবাইল ফোন সংগ্রহ করতে পারেন। এছাড়াও জনপ্রিয় অনলাইন মার্কেট প্লেস বিডিস্টল.কম থেকে সাশ্রয়ী দামে নতুন ও রিফারবিশড রেডমি সিরিজের মোবাইল সংগ্রহ করা যায়।

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: November 16, 2023
Reviews (0) Write a Review