bdstall.com

নতুন প্রজন্মের ক্যামেরা বেন্ডি ক্যাম

সব কিছুতে যখন প্রযুক্তি জাদুর স্পর্শ বুলিয়ে দিচ্ছে তখন ক্যামেরাই বা তার থেকে বঞ্চিত হবে কেনো? কম্পিউটার, মোবাইল ফোন, চশমা, গাড়ির পরে বৈপ্লবিক পরিবর্তন এসেছে ক্যামেরার রাজ্যে। মাত্র এক দশক পুরানো ডিজিটাল ক্যামেরা যুগের ইতি ঘটিয়ে নতুন যুগের সূচনা করলেন উদ্ভাবক মার্টিয়ানা বাইলেকা। প্রযুক্তির যাদুর কাঁঠি ঘুড়িয়ে সৃষ্টি করেছেন আশ্চর্যজনক ক্যামেরা বেন্ডি ক্যাম। শুধু তাই নয়, ইতিহাসের পাতা উল্টিয়ে স্মরন করিয়ে দিলেন হাজার বছরের পুরোনো হারিয়ে যাওয়া এক গুরুত্বপূর্ণ সরঞ্জাম।

মার্টিয়ানা বাইলেকার উদ্ভাবিত ক্যামেরাটি দেখতে অনেকটা রাজা-মহারাজাদের বার্তা বহনকারী সরঞ্জামের মত। স্ক্রলবারের মতো উভয় পাশ থেকে স্ক্রল টেনে বর্ধিত করা যায় এই বেন্ডি ক্যামকে। দুই পাশের স্ক্রলের মাঝে একটি পাতলা ডিসপ্লে আছে। এ পাতলা পর্দাটিই  ক্যামেরার মূল অংশ। এখানে আছে লেন্সসহ অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। ছবি তোলার সময় ইচ্ছা হলে দু'পাশ থেকে স্ক্রল দুটি টেনে পর্দাটি উন্মোচিত করে দিলেই বাকি কাজ ক্যামেরা করে নেবে তার স্বয়ংক্রিয় অপারেটিং সিষ্টেমের মাধ্যমে। শুধু কিছুক্ষণ পছন্দের দৃশ্যের দিকে পর্দাটি ধরে রাখতে হবে। মজার ব্যাপার হচ্ছে এর পাতলা পর্দাটি অনেকটা লেন্সের ন্যায় কাজ করে। অর্থাৎ দৃশ্যের আকার অনুযায়ী ক্যামেরার পর্দা টেনে বড়-ছোট করে নিলে অনায়াসেই চমৎকার সব মুহূর্ত বন্দী করে রাখা যাবে। প্রচলিত ক্যামেরার মত এতে লেন্স কমানো বাড়ানোর কোন ঝামেলা নেই। আরো মজার ব্যাপার হলো, এতে দৃশ্যমান কোনো বোতাম বা সুইচ নেই। ডিসপ্লেতে  আঙুল দিয়ে স্পর্শ করলে সব অপশন দৃশ্যমান হবে। ডার্ক, লাইট, সেড ইত্যাদি সকল সুবিধা এউ ক্যামেরাতে পাওয়া যাবে। চাইলে 3D বা 4D ছবিও তোলা যাবে। সহজে বহনযোগ্য এই অসাধারন ক্যামেরার মূল্য খুবই কম।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: July 30, 2013
Reviews (0) Write a Review