bdstall.com

ফটোকপিয়ার মেশিন কিভাবে রক্ষণাবেক্ষণ করবেন?

ফটোকপি একটি ইলেক্ট্রনিক্স মেশিন। এটি ব্যবহার করতে হলে অনেক দিক লক্ষ্য রেখে ব্যবহার করতে হয় ফলে এক মেশিনে দীর্ঘ দিন পর্যন্ত ভালো সাপোর্ট পাওয়া যায়। ফটোকপি মেশিন এখন তুলনামূলক কম দাম এ পাওয়া যাচ্ছে বিডস্টলে, তবে ফটকপিয়ার ব্যবহারের জন্য এটি কিভাবে রুক্ষণাবেক্ষণ করতে হয় এবং এর সতর্কতা সম্পর্কে বিস্তারিত জানা থাকা ভালো।  

 

 

ফটোকপিয়ারের রক্ষণাবেক্ষণঃ

 

১। ফটোকপি মেশিন প্রতিদিন পরিষ্কার-পরিছন্ন করতে হবে।

২। ফটোকপিয়ারটি যে স্থানে রেখে কাজ করা হবে সেটি অবশ্যই মাটি থেকে উচু হতে হবে।

৩। বাহিরের ছোট ছোট ধুলি-বালি থেকে রক্ষার জন্য ঢাকনা ব্যবহার করতে হবে।

৪। শো রুম থেকে মেশিন পরিবহণ করতে বা অন্যকন ভাবে মেশিনে যাতে ঝাকি না লাগে সেদিকে ভালো ভাবে নজর দিতে হবে।

৫। মেশিনের ভিতরে থাকা ড্রাম, ব্লেড ও কালি পরিষ্কার করার সময় উন্নত মানের নরম ব্রাশ ব্যবহার করতে হবে।

৬। পানি থেকে মেশিনকে দূরে রাখতে হবে। যাতে মেশিনে কোনভাবেই পানির সংস্পর্শ না আসে সে দিকে বিশেষ ভাবে নজর দিতে হবে ।    

৭। ফটোকপিয়ার যেহেতু ইলেক্ট্রোনিক্স ডিভাইস তাই এর তাৎক্ষণিক ছোট ছোট কাজের জন্য একটি লং নোজ প্লায়ার্স ও একটি কম্বিনেশণ প্লায়ার্স কিনে হাতের কাছে রাখতে হবে।

 

 

 

 

ফটোকপিয়ার মেশিন ব্যবহারে যে সকল সাবধানতা বা সতর্কতা অবলম্বন করা উচিত তা হ’লঃ

 

১। অভিজ্ঞতা সম্পন্ন ব্যাক্তি ছাড়া ফটোকপিয়ার মেশিনের যন্ত্রাংশ খোলা উচিত নয়।

২। ফটোকপিয়ারের ড্রাম, ব্লেড পরিষ্কার করার সময় থিনার, কেরোসিন, ডেটল বা সেভলন জাতীয় তরল পদার্থ কোন ভাবেই ব্যবহার করা যাবে না। এতে করে কপিয়ার নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

৩। মেশিনের সমস্যা দেখা দিলে এর জন্য সঠিক মানের ও সঠিক মাপের যন্ত্রাংশ ব্যবহার করতে হবে। অন্যথায় মেশিনের স্ক্রুর থ্রেট নষ্ট হয়ে যেতে পারে।

৪। মেশিনে সবসময় ভালো মানের পরিষ্কার কাগজ ব্যবহার করতে হবে স্যাতস্যাতে অপরিষ্কার কাগজ ব্যবহারে বিরত থাকতে হবে। অন্যথায় মেশিনের হেডের সমস্যা দেখা দিতে পারে।

৫। মেশিনের পেপার ট্রে ব্যবহার করার সময় যত্নবান হতে হবে।      

 

 

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: December 30, 2021
Reviews (0) Write a Review