কম্পিউটারের ব্যবহারের ক্ষেত্রে আমাদের নতুন নতুন চাহিদা যেমন বাড়ছে তেমনি কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানগুলোও আমাদের চাহিদা পূরণের জন্য নিত্যনতুন প্রযুক্তি বাজারে ছাড়ছে। কম্পিউটারের ক্ষেত্রে প্রসেসরের গতিকেই প্রাধান্য দেওয়া হয়। বিশ্ব বিখ্যাত প্রসেসর নির্মাতা ইন্টেল তাদের নতুন একটি প্রসেসর কোর আই-৯ বাজারে নিয়ে এসেছে মূলত গ্রাফিক্স, অ্যানিমেশন, ভিডি ও গেমারদের কথা চিন্তা করে।
কোর আই-৯ প্রসেসরে থাকছেঃ
> কোর আই-৯ প্রসেসরে সর্বনিম্ন ৮ টি কোর থেকে সর্বোচ্চ ১৮ টি কোর থাকছে। প্রসেসরে কোর যত বেশি থাকবে সেই প্রসেসরের স্পিড ও মাল্টিটাস্কিং ততো বেশি হবে।
> কোর আই-৯ এর ক্লক স্পিড থাকছে ৩.৬ গিগাহার্জ তবে ইন্টেলের টার্বো বুষ্ট টেকনোলজি ২.০ ব্যবহার করে ৫.০ গিগাহার্জ পর্যন্ত গতি পাওয়া যাবে।
> ১২ অথবা ১৬ থ্রেডের
> ৯-বম জেনারেশন তবে i9-8950HK মডেলটি ৮-তম জেনারেশন
> ১২ / ১৬ এমবি ইন্টেল স্মার্ট ক্যাশ
> কোর ৮ এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৮৮ মার্কিন ডলার এবং ১৮ কোর এর ১৯৯৯ মার্কিন ডলার।
এখন পর্যন্ত বিশ্বের সেরা গেমিং প্রসেসর হিসেবে ধরা হচ্ছে কোর আই-৯ কে।
ইন্টেলের সব ধরনের প্রসেসরের মূল্য
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: September 18, 2019