প্রতিনিয়ত ব্যাবহারের ফলে আমাদের ল্যাপটপ অনেক সময় ধুলো-বালি জমে অপরিষ্কার হয়ে যায়। যা অস্বাস্থ্যকর এবং ল্যাপটপ এর জন্যও ক্ষতিকর। তাই কিছুদিন পর পর এটি পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ।
উপাদানঃ
১. নরম কাপড়। (চশমার কাপড় হলে ভাল হয়)
২. ডিশ ডিটারজেন্ট।
৩. এয়ার ব্লোয়ার।
কাজ শুরু করার পূর্বে আপনার ল্যাপটপ শাট ডাউন করুন এবং পাওয়ার লাইন ও ব্যাটারি খুলে ফেলুন।
কার্যপদ্ধতিঃ
১। এক ফোঁটা হালকা ডিশ ডিটারজেন্ট হালকা এক কাপ গরম পানিতে মিশিয়ে নিন। এরপর নরম কাপড়রের টুকরোটি এই পানিতে ভিজিয়ে চিপে নিন।
২। ভেজা কাপড়টি দিয়ে ল্যাপটপের ঢাকনা ও নিচের প্যানেল মুছে ফেলুন।
৩। এবার একটি শুকনো কাপড় নিয়ে ভেজা স্থানগুলো মুছে ফেলুন।
৪। ভেজা কাপড়টি আবার কাপের পানিতে ভিজিয়ে ভাল করে চিপে নিন এবং ল্যাপটপ স্ক্রিনটি উপর থেকে নিচে অথবা বামে থেকে ডানে অর্থাৎ যেকোনো একদিক থেকে পরিষ্কার করে নিন।
৫। এবার কি-বোর্ড উল্টো করে ঝাকুনি দিয়ে প্রথমে কিছু আলগা ময়লা ফেলে দিন।
৬। এরপর এয়ার ব্লোয়ার এর সাহায্যে কি-বোর্ড এর ভিতরের ময়লাগুলো পরিষ্কার করে ফেলুন।
৭। কি-বোর্ড এর উপরের অংশ নরম কাপড় পানিতে ভিজিয়ে ভালো করে চিপে মুছে নিন। এ কাজটি খুবই সতর্কভাবে করুন যাতে কি-বোর্ড এর ভেতরে পানি না ঢুকে।
বাজারে বিভিন্ন ধরনের ল্যাপটপ ক্লিনিং কিট পাওয়া যায়। এগুলো আপনি ব্যাবহার করে দেখতে পারেন। দাম ১৫০ টাকা থেকে ২০০ টাকা।
সতর্কতা : ল্যাপটপ পরিষ্কার করার পূর্বে অবশ্যই এর ম্যানুয়ালটি ভালোভাবে পড়ে নিন।
আর ল্যাপটপের দাম এবং অফার জানতে এখানে দেখতে পারেন।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: July 31, 2021