bdstall.com

শীতকালে এসির যত্ন

গরম কালে যে যন্ত্রটি আমাদের সকলের সর্বপ্রথম প্রয়োজনীয় বস্তু শীতকালে যেন ঠিক তার উল্টো হয়ে অবহেলার পাত্র হয়ে উঠে । ঠিক ধরেছেন, বলছি আপনার রুমকে ঠান্ডা করার যন্ত্রটি বা এয়ারকন্ডিশনারের কথা। যেটি ছাড়া গরম কালে যেন একটি মুহুর্তও বেচে থাকা দুর্ষকর হয়ে উঠেছে। এর প্রধান কারণ হলো বিগত কয়েকবছর বাংলাদেশের তাপমাত্রা অসহনীয় মাত্রায় বাড়তে শুরু করেছে। এবছর আবহাওয়া অফিস দেশের সর্বোচ্চ ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে ২০২১ সালে। গরম কাল প্রায় শেষ হয়ে এলো এখনি শেষ রাতে বেশ শীত শীত ভাব লাগে। তাই আসতে আসতে কিছুদিনে জন্য আমাদের রুমের এসিটির প্রয়োজন প্রায় ফুরিয়ে এলো। শুধু মাত্র গরমকালে আমাদের এই যন্ত্রটি প্রয়োজন হয় বিধায় অনেকে শুধু মাত্র গরমকালেই এসির যত্ন নিয়ে থাকে। ব্যাপারটা কিন্তু একদম ঠিক নয় শীতকালে এসি বন্ধ থাকলেও কোন ভাবেই এসির অযত্ন করা উচিত নয়। কারণ শীতকালে এসি বন্ধ থাকলেও এটির ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু গরম কালের চেয়ে কোন অংশেই কম নয়। তাই আমাদেরকে অবশ্যই শীতকালেও এসির সঠিকভাবে যত্ন নিতে হবে। এছাড়া নতুন এসি কেনার সময় নীচের কিছু টিপস আপনাকে সাহায্য করতে পারে। আর শীতকালে এসির দাম বাংলাদেশে তুলনামুলকভাবে কম থাকে তাই আপ্নার বাজেট থাকলে এসি কিনে নিতে পারেন।

 

শীতকালে এসির যে যে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে:-

 

  • দীর্ঘদিন এসি বন্ধ থাকায় এসির গ্যাস ফুরিয়ে যাবার সম্ভাবনা থাকে।
  • কম্প্রেসরের ভেতরে ময়লা আটকে জ্যাম তৈরি হওয়ার সম্ভাবনা থাকে।
  • যেহুতু শীতকালে আবহাওয়াতে প্রচুর ধুলাবলি থাকে তাই সেই ধুলাবলি কারণে এসির ক্ষতি হওয়ার সম্ভবানা থাকে।
  • অনেকদিন বন্ধ থাকার ফলে এসির বৈদ্যুৎতিক সংযোগের গোলমাল হতে পারে।
  • অনেক পুরোনো বা নিম্নমানের এসি হলে এসির আউটডোরে মরিচা পড়ার সম্ভবাবনা থাকে।

 

শীতকালে এসির যত্নে করণীয়:-

  • দীর্ঘদিন বন্ধ থাকার পূর্বে এসির এয়ার ফিল্টারটি পরিষ্কার করে প্লাস্টিক এ মুড়িয়ে রাখুন। 
  • আউটডোর ইউনিট পরিষ্কার রাখতে হবে ।
  • এসির বাহিরের ইউনিটের আশেপাশে ময়লা-আবর্জনা বা ঘাস-লতাপাতা জমে থাকলে পরিষ্কার করুন।
  • এসির ভেতরের নেট খুলে ময়লা আর্বজনা পরিষ্কার রাখতে হবে এবং অতিরিক্ত ধোলাবালি যাতে না জমে সেই দিকে খেয়াল রাখতে হবে।
  • অনেকদিন একটানা বন্ধ থাকার ফলে এসির নানান পার্টস সমস্যাযুক্ত হতে পারে তাই শীতকাল শেষে পুনোরায় এসি চালু করার আগে অবশ্যই যেগুলো ভালোভাবে চেক করে নিতে হবে।
  • বৈদ্যুতিক সংযোগ, সকেট, ফিল্টার নিয়মিতভাবে পরীক্ষা করা ।
  • এসির তার যদি গলে যায় কিংবা তারের কোন অংশ কালো হয়ে যায় তাহলে টেকনিশিয়ানকে দেখান।
  • গরমকালে পুনরায় এসি চালু করার আগে একজন দক্ষ টেকনিশিয়ান দেখিয়ে সার্ভিসিং করে নিতে হবে।
  • এসির আউটডোর মেশিনটি অবশ্যই পরিষ্কার জায়গায় রাখতে হবে এবং সেখানে যেন পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে । সাথে অতিরিক্ত ধুলাবালি থেকে দুরে রাখতে হবে।

 

এসি কেনার আগে আপনাকে অবশ্যই একটি ভালো নির্ভরযোগ্য ব্রান্ডের এসি ক্রয় করতে হবে। এবং অবশ্যই নির্ভরযোগ্য এসি শপ থেকে এসি ক্রয় করতে হবে।

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: February 06, 2022
Reviews (0) Write a Review