গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড বাংলাদেশে নিয়ে এলো বিশ্বখ্যাত আসুসের ম্যাক্সিমাস ৫ এক্সট্রিম মডেলের নতুন মাদারবোর্ড। ইন্টেল জেড৭৭ চিপসেটের এই মাদারবোর্ড ইন্টেল ১১৫৫ সকেটের ৩য় এবং ২য় প্রজন্মের কোরআই-৭, কোরআই-৫, কোরআই-৩ প্রভৃতি প্রসেসরসমূহ সাপোর্ট করে। অত্যাধুনিক গেমিং এই মাদারবোর্ডটিতে রয়েছে ইন্টেল থান্ডারবোল্ট পোর্ট, যা ভিজিএ আউটপুট সাপোর্ট করে, ১০ গিগাবিট পার সেকেন্ড ডেটা ট্রান্সফার রেটে ডেটা আদান-প্রদান করে এবং ডেইজি-চেইন পদ্ধতিতে সর্বোচ্চ ৬টি থান্ডারবোল্ট ডিভাইস সংযুক্ত করতে পারে। এতে ওসি কি ফিচার থাকায় কম্পোনেন্টের অবস্থা তাৎক্ষণিকভাবে এর ওএসডি মনিটরে পাওয়া যায় এবং প্রকৃত ওভারক্লকিং করা যায়। এর সাব-জিরো ফিচারের মাধ্যমে সিস্টেমের তাপমাত্রা পর্যবেক্ষণ করা যায়। চরম গ্রাফিক্সের পারফরম্যান্স নিশ্চিত করতে এতে রয়েছে এইচডিএমআই, ডিসপ্লে পোর্ট এবং থান্ডারবোল্ট সমর্থিত বিল্ট-ইন গ্রাফিক্স প্রসেসর আর ৫টি পিসিআই এক্সপ্রেস ৩.০ স্লট। এটি এনভিডিয়া ফোর-ওয়ে এসএলআই এবং এএমডি ক্রসফায়ারএক্স মাল্টি-জিপিইউ সমর্থিত। এছাড়া মাদারবোর্ডটিতে রয়েছে ৪টি সাটা পোর্ট, গিগাবিট ল্যান পোর্ট, ওয়্যারলেস ল্যান ৮০২.১১বি/জি/এন, ব্লুটুথ ৪.০, ৭.১-চ্যানেল অডিও, ইউএসবি ৩.০ পোর্ট প্রভৃতি। মূল্য রাখা হয়েছে ৪১,০০০/- টাকা। যোগাযোগ- ফোন : ০১৭১৩২৫৭৯৩৮, ৯১৮৩২৯১।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: July 02, 2013