ডিজিটাল বিপি মেশিন হলো মানুষের রক্তচাপ পরিমাপের আধুনিক যন্ত্র। তবে অনেক আগে থেকেই এনালগ পদ্ধতিতে রক্তচাপ পরিমাপ হয়ে আসছে এবং এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছে সর্বাধিক সমাদৃত। কিন্তু প্রযুক্তির উন্নয়ন এবং কম দামের কারনে বাংলাদেশে ডিজিটাল ব্লাড প্রেসার মেশিন জনপ্ৰিয়তা পাচ্ছে তবে সেই সাথে আছে কিছু উৎকন্ঠা। ডিজিটাল বিপি মেশিন কি সত্যি নিখুঁত? হ্যা, যদি এটি সঠিক মানের কেনা হয় এবং সঠিক ভাবে ব্যবহার করা হয়। সেক্ষেত্রে এটি দিয়ে এনালগ এর চেয়ে নিখুঁত ভাবে রক্তচাপ পরিমাপ করা যায়।
ডিজিটাল বিপি মেশিনের ব্যবহার
রক্তচাপ জনিত রোগ সমূহের সমাধান ও চিকিৎস্যার জন্য সঠিক রক্তচাপ পরিমাপ করাটা জুরুরি । এছাড়াও যারা অনেক অসুস্থ এবং হ্রদরোগ জনিত রোগে আক্রান্ত তাদের প্রতিনিয়ত চেকআপ করা জন্য ডিজিটাল বিপি মেশিন ব্যবহার হয় । যেভাবে কাজ করতে হবে।
- প্রথমে আপনার দুই হাতের যেকোনো একটি হাত স্থির ভাবে সোজা করে রাখতে হবে।
- হাতের কুনইয়ের বাকের মধ্য ভাগে ডিজিটাল বিপি মেশিনের কাফটি ভালো ভাবে আটকাতে হবে।
- দুই আঙ্গুল যেন কাফের যেকোনো একপ্রান্ত দিয়ে প্রবেশ করানো যায় এমন ফাকা রাখতে হবে এবং হাতের রক্তনালী শনাক্ত করতে হবে।
- তারপর কিছু সময় স্থির থেকে ডিজিটাল মেশিন টার স্টার্ট ম্যানুতে প্রেস করতে হবে ।
- অল্প সময়ের মধ্যে হাতের বাধা কাফটি ফাপা হবে এবং ডিজিটাল মিটারে রক্তের চাপ পরিমাপক নির্ণয়ক রেখা উঠা নামা করবে। নির্ণয়ক রেখার স্থির অবস্থান খেয়াল রাখতে হবে।
- নির্ণয়ক রেখার অবস্থান দেখে রক্তের চাপ এর পরিমাপ বুঝে নিতে হবে ।
ডিজিটাল বিপি মেশিন কিভাবে কাজ করে?
- ডিজিটাল বিপি মেশিনের কাফটি রক্ত প্রবাহকে আটকে দিয়ে হাতের চারদিকে ভালো ভাবে ফিট হয়।
- হাতের চারদিকে ভালো ভাবে ফিট না হওয়া পর্যন্ত বিপি মেশিনের কাফ টি স্ফীত হতে থাকে।
- কাফটি হাতের সাথে ফিট হওয়ার পর ই-ভাল্ব রক্তের প্রবাহকে ছেড়ে দেয়।
- কাফ থেকে সিস্টোলিক চাপ পৌছানোর সাথে সাথে ধমনীতে রক্ত প্রবাহিত হওয়া শুরু করে এবং কম্পন তৈরী করে যা ডিজিটাল মিটার দ্বারা শনাক্ত করা যায় এবং সিস্টোলিক চাপ ডিজিটাল বিপি মেশিন রেকর্ড করে ।
ডিজিটাল বিপি মেশিনের সুবিধা
ডিজিটাল বিপি মেশিনের প্রধান সুবিধা হচ্ছে এটি দিয়ে রক্তচাপের সঠিক মাত্রা নির্ণয় করা যায়। এটি ব্যবহারের জন্য চিকিৎসকের প্রয়োজন হয় না। যে কেউ একবার দেখে নিলেই পরবর্তীতে ব্যবহার করতে পারে। ডিজিটাল বিপি মেশিনের ক্ষেত্রে নিয়ম অনুসরণ করে যে কেউ পরিমাপ করতে পারবে। ডিজিটাল বিপি মেশিনে সহজে ডিজিটাল মনিটরে রিডিং দেখা যায় যার সেন্সিটিভিটি ৬৫.৭% এবং নির্ভুলতার হার ৯৫.৯%।
নিখুঁত পরিমাপ করার কিছু টিপসঃ
- ডিজিটাল বিপি মেশিনের ব্যবহারের জন্য সচারাচর একটা সমতল জায়গায় চেয়ারে বসে টেবিলের উপর হাত রাখতে হবে। স্থান সমতল না হলে পরবর্তিতে সঠিক পরিমাপ পাওয়া যাবে না।
- পাঁচ মিনিট সময় হাত স্বাভাবিক অবস্থায় রেখে চেয়ারে বসে থাকতে হয়।
- লক্ষ্য রাখতে হবে হাত ও মাথার অবস্থান যেন একই দিকে থাকে এবং খেয়াল রাখতে হবে বিপি মেশিনের কাফটি যেন হাতে ভালো ভাবে বাধা হয়।
- দুই পা যেন আড়াআড়ি অবস্থানে না থাকে।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: February 18, 2023