এপ্যাল দ্রুত বাজারে ছাড়ছে আইফোন ৫এস। এতোদিন ধরে এই বিষয়ে বেশ গুঞ্জন শোনা যাচ্ছিল। এখন সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এই বছরের সেপ্টেম্বর মাসে বাজারে আসবে বহুল প্রত্যাশিত মোবাইল ফোনটি। জার্মান ব্লগ সাইট আইফান বিষয়টির সত্যতা নিশ্চিত করে এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে। যেখানে বলা হচ্ছে ৬ই সেপ্টেম্বর থেকে ১২ই সেপ্টেম্বরের কোন একটি দিনে সেলফোনটি বাজারে ছাড়া হবে। আইফোনের নতুন এই ভার্সনটিকে অনেকেই ভবিষ্যৎ প্রজন্মের মোবাইল বলে আখ্যায়িত করছে। আইফোনের 5S ভার্সনটি অন্যান্য ভার্সনের তুলনায় আকারে কিছুটা বড় হবে। এখানেই শেষ নয়, এর ক্যাসিংটি সম্পূর্নভাবে তৈরি হবে প্লাষ্টিক দিয়ে। এছাড়া অভিনব এই সেলফোনটির ৪ ইঞ্চি ডিসপ্লে হবে অত্যন্ত স্বচ্ছ এবং এতে স্মার্টফোনের সকল ফিচারের পাশাপাশি বাড়তি কিছু সুবিধাও যুক্ত করা হয়েছে। সব মিলিয়ে iphone 5S মোবাইল প্রেমীদের কাছে হয়ে উঠবে লোভনীয় একটি বস্তু। তবে এর দাম এখনও নির্দিষ্ট করা হয়নি। এপ্যাল কতৃপক্ষ দাবী করেছে, তুলনামূলকভাবে এটি যথেষ্ট সাশ্রয়ী এবং সস্তা দামে পাওয়া যাবে। ২০১১ সালের অক্টোবরে সর্বশেষ iphone 4S বাজারে ছাড়া হয়েছিল। কিছু জটিলতার করনে এটি ক্রেতাদের মধ্যে তেমন সাড়া জাগাতে পারেনি। তবে iphone 5S এ যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠবে।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: July 29, 2013