বিশ্বখ্যাত বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড সম্প্রতি বাজারে দুটি ই-বাইসাইকেল আনার ঘোষণা দিয়েছে। মোডঃমি এবং মোডঃপ্রো নামের এ দুটি সাইকেলের সঙ্গে তারা স্মার্টফোনের সমন্বয় ঘটিয়ে নতুন এক প্রযুক্তির উদ্ভাবক হতে চলেছে। সাইকেলের হেন্ডেলের সাথে যুক্ত থাকবে চালকের স্মার্টফোনটি। এছাড়াও চালকের হেন্ডেলের সাথে একটি ভাইব্রেটরও থাকবে। যখন ডানে অথবা বামে মোড় নেয়ার দরকার হবে তখন সেটি অটোমেটিক স্মার্টফোনের ন্যাভিগেশন প্রযুক্তির মাধ্যমে চালককে ভাইব্রেসন করে জানিয়ে দেবে। আশেপাশের গাড়ি সম্পর্কেও চালককে সতর্ক করবে। তাছাড়া মোডঃমি বাইকটি ভাজ করে ফেলার সুবিধা থাকার ট্রাফিক জ্যাম এ আটকা পরলে এটিকে ভাজ করে হাতে নিয়ে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়া যাবে। চলতে চলতে যদি স্মার্টফোনের চার্জ শেষ হয়ে যায় তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। কেননা সাইকেলে বসেই চার্জ দেওয়া যাবে চালকের স্মার্টফোনে। প্যাডেলে চালাতে ইচ্ছে না করলে বিকল্প হিসেবে সাইকেল দুটিতে আছে ২০০ ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি মোটর এবং সাথে ৯ এম্পিয়ারের একটি ব্যাটারি। ঘণ্টাপ্রতি ২৫ কিলোমিটার গতি তুলতে সক্ষম সাইকেল দুটি।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: March 07, 2015