bdstall.com

শেরপুর গজনি অবকাশ কেন্দ্র

গজনি অবকাশ কেন্দ্র শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় অবস্থিত একটি অসম্ভব সুন্দর দর্শনীয় স্থান। সারি সারি গাছ, প্রাকৃতিক লতা-পাতা, ছোট-বড় টিলা সবমিলিয়ে সেখানে এমন একটি পরিবেশ আছে যে আপনি প্রকৃতিপ্রেমী না হলেও জায়গাটি নিশ্চিত আপনার মনে ধরে যাবে। চারিদিকে সবুজ বন এমন ভাবে বিস্তৃত যে এই অরণ্যের মায়াজালে আটকে যাওয়াটাই বোধহয় স্বাভাবিক।









টলটলে পানির লেকে প্রকৃতির ওই প্রতিচ্ছবির বর্ণনা করা বড়ই কঠিন। লেকে ছোটো ছোটো নৌকায় ঘুরে বেড়ানোর ব্যাবস্থাও আছে সেখানে।
মাটির নিচ দিয়ে রয়েছে পাতালপথ। এছাড়াও শিশুদের জন্য নাগরদোলাসহ রয়েছে বিভিন্ন ধরনের বিনোদন ব্যাবস্থা। পাখির কিচির-মিচির শব্দের সেই প্রাকৃতিক সুর-সঙ্গীত অনুভূতির গভীরে নাড়া দিয়ে যাবে। 












শত ব্যাস্ততার মাঝে একটু অবসর পেলেই ঘুরে আসতে পারেন গজনি অবকাশ কেন্দ্রে। আপনাকে অবাক করিয়ে দেয়ার মত সৌন্দর্য অপেক্ষা করছে সেখানে।
ঢাকা থেকে যেভাবে যাবেনঃ সায়দাবাদ এবং মহাখালী বাস স্ট্যান্ড থেকে শেরপুরের উদ্দেশ্যে অনেক গাড়ি পাওয়া যায়। ভাড়া ৩০০ থেকে ৪০০ টাকার মধ্যে। শেরপুর নেমে সেখান থেকে গজনি অবকাশ কেন্দ্রে বাসে যেতে লাগবে ৫০ থেকে ৭০ টাকা। আর সিএনজি দিয়ে যেতে লাগবে ৩০০ টাকা। 

বিঃদ্রঃ ছবিগুলো ইন্টারনেট থেকে সংগৃহীত।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: March 05, 2015
Reviews (0) Write a Review