bdstall.com

এবার কম্পিউটারের মত রিসাইকেল বিন ব্যাবহার করুন আপনার এন্ড্রয়েড ফোনে

আমরা অনেক সময় অজান্তে বা ভুলে অনেক দরকারি ফাইল মোবাইল বা কম্পিউটার থেকে ডিলিট করে দেই। যেগুলো আবার পরবর্তীতে দরকার হয়। কম্পিউটারে 'রিসাইকেল বিন' নামে একটি অপশন আছে যেটি ব্যাবহার করে ডিলিট করা কোনো ফাইল পুনরুদ্ধার করা যায়। কিন্তু মোবাইলের জন্য এরকম কোনো ফিচার এতদিন ছিলনা। তবে এবার থেকে আপনি আপনার এন্ড্রয়েড ফোনে এই ফিচারটি ব্যাবহার করতে পারবেন একটি অ্যাপ এর মাধ্যমে। এজন্য প্লে স্টোর এ Dumpster নামে একটি সফটওয়্যার রয়েছে। অ্যাপটি ইন্সটল করে নিলে আপনার ফোন থেকে ডিলিট হওয়া যেকোনো ছবি, ভিডিও, অডিও অথবা ডকুমেন্টস এটি জমা রাখবে। পরবর্তীতে অ্যাপটিতে প্রবেশ করে আপনি আবার সেগুলো আগের জায়গায় ফিরিয়ে নিতে পারবেন। এছাড়াও অ্যাপটিতে আছে অটোমেটিক ক্লিন সিস্টেম। যার মাধ্যমে আপনি একটি নির্দিষ্ট সময়সীমা ঠিক করে দিলে অই সময়ের পর অবাঞ্ছিত ফাইলগুলো সয়ংক্রিও ভাবে মুছে যাবে। গুগল প্লে স্টোর থেকে আপনি ফ্রিতে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: March 01, 2015
Reviews (0) Write a Review