bdstall.com

এবার থেকে বাংলায় টাইপ করুন আপনার এন্ড্রয়েড ফোনেই

এন্ড্রয়েড ফোন সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই। এককথায় দুর্দান্ত সব ফিচার আর অ্যাপস এ ভরপুর এই অপারেটিং সিস্টেম। বাংলায় কোনো কিছু লিখতে আমরা সাধারণত কম্পিউটার ব্যাবহার করি। তবে এবার থেকে আপনি আপনার এন্ড্রয়েড ফোনেই বাংলা লিখতে পারবেন। গুগল প্লে স্টোর থেকে 'Ridmik Keyboard' অথবা Multiling Keyboard' এই অ্যাপস দুটির যেকোনো একটি ইন্সটল  করে নিন। এবার প্রয়োজনীয় সেটিংসগুলো করে আপনার এন্ড্রয়েড ফোনেই বাংলা লিখুন। এছাড়াও এই অ্যাপস গুলোর মাধ্যমে আপনি আপনার কি-বোর্ড এর সাইজ, কি-ফন্ট, কি-বোর্ড ব্যাকগ্রাউন্ড সহ অনেক কিছু পরিবর্তন করতে পারেন। তাছাড়া অ্যাপস দুটি প্লে স্টোর-এ সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: March 01, 2015
Reviews (0) Write a Review