আজকাল আর ক্লাসিক ফোন দেখা যায়না বললেই চলে। আমরা সকলেই এখন স্মার্টফোন ব্যাবহার করি। আর বেশিরভাগই এন্ড্রয়েড ফোন। স্মার্টফোন আমরা অনেক সময় বিভিন্ন ফাইল শেয়ার করতে ব্লুটুথ ফিচারটি ব্যাবহার করে থাকি। এটি অনেক আগের প্রযুক্তি এবং ধীরগতির। তবে এখনই ব্লুটুথ ফিচারটি বাই বাই বলে দেয়ার সময়। কারণ এন্ড্রয়েড ফোনের জন্য 'শেয়ার ইট' নামে এমন একটি অ্যাপ আছে যা ফাইল ট্রান্সফার করে ব্লুটুথ এর চেয়ে ৫০ গুণ বেশি গতিতে ওয়াই-ফাই প্রযুক্তির মাধ্যমে। এছাড়াও এই অ্যাপটির মাধ্যমে গ্রুপ শেয়ারিং করা যায়। অর্থাৎ আপনি চাইলে একি সময়ে আপনার ৫ জন বন্ধুকে একি ফাইল শেয়ার করতে পারবেন। সবচেয়ে বড়কথা হল অ্যাপটি সম্পূর্ণ বিনা মূল্যে আপনি গুগল প্লে স্টোর থেকে ইন্সটল করে নিতে পারবেন। প্লে স্টোর ওপেন করে সার্চ বারে লিখুন Share It। তাহলেই আপনি অ্যাপটি পেয়ে যাবেন।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: March 01, 2015