bdstall.com

প্রযুক্তি বিশ্বে আবার সাড়া জাগাতে আসছে গ্যালাক্সি এস৬

আবারও প্রযুক্তি বিশ্ব মাতাতে আসছে স্যামসাঙ এর পরবর্তী চমক গ্যালাক্সি এস৬। বারসেলোনায় মার্চ মাসে স্যামসাঙ একটি ইভেন্ট এর আয়োজন করছে। ধারনা করা হচ্ছে সেখানেই হয়তো দেখা মিলবে আইফোন ৬ এর পরবর্তী এই প্রতিদ্বন্ধির। গত কয়েক বছর যাবত স্যামসাঙ আবিষ্কৃত এই গ্যালাক্সি এস সিরিজের স্মার্টফোনগুলোর জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। এই জনপ্রিয়তাকে ধরে রাখার লক্ষে স্যামসাঙ তাদের স্মার্টফোনগুলোতে একের পর এক চমকপ্রদ ফিচার নিয়ে আসার চেষ্টা করছে। তবে ২০১৪ সালের অ্যাপল এর আইফোন ৬ এর জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছে যে স্যামসাঙ কিছুটা হলেও এই ব্যাপারে চিন্তিত। তাই তারা তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ মডেল গ্যালাক্সি এস৬ এ নতুন কিছু ফিচার যোগ করার চেষ্টা করছে। যার মধ্যে আছে ধাতব কাঠামো, নতুন ডিজাইন, উন্নত ক্যামেরা লেন্স। বিগত কয়েক বছর যাবত স্যামসাঙ তাদের এস সিরিজের স্মার্টফোনগুলোতে প্লাস্টিক কেসিং ব্যাবহার করে আসছিল। যার দরুন স্যামসাঙ ইউজাররা কিছুটা বিরক্ত হয়ে পড়ছিল। তাই এবার তারা ধাতব কাঠামো ব্যাবহার করবে। এছাড়াও গ্যালাক্সি এস৬ স্মার্টফোনটিতে আর থাকছে ৫ ইঞ্চির বড় পর্দা। সুপার অ্যামলেড প্রযুক্তিতে তৈরি এ পর্দায় প্রতি ইঞ্চিতে থাকছে ৫৮৭টি পিক্সেল। ফলে এর ডিসপ্লে হবে অত্যন্ত সূক্ষ্ম। গরিলা গ্লাস ৪ থাকার ফলে এর ডিসপ্লেতে কোনো আঁচড় বা দাগ পড়বে না। এছাড়াও স্মার্টফোনটি হবে ওয়াটারপ্রুফ এবং ডাস্টপ্রুফ। ফলে এতে কোনো পানি বা ধুলাবালি ঢুকবে না। স্মার্টফোনটি হবে অত্যন্ত শক্তিশালী এবং দ্রুতগতির কেননা এতে যোগ করা হয়েছে অক্টা কোর মানের প্রসেসর। ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ ধারন ক্ষমতার সাথে আছে ৩ গিগাবাইট এর র‍্যাম। ফলে এতে গেমিং করে এক নতুন অভিজ্ঞতা লাভ করা যাবে। পিছনে ২০ মেগাপিক্সেল এবং সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরার ছবি হবে অনেক উজ্জ্বল এবং সূক্ষ্ম। কেননা ক্যামেরায় আছে এইচডিআর ফিচার। ব্যাবহারকারীর মধ্যে গ্যালাক্সি এস৬ কেমন সাড়া ফেলে তাই এখন দেখার বিষয়।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: February 17, 2015
Reviews (0) Write a Review