bdstall.com

স্যামসাং এর এন্ড্রয়েড ক্যামেরা : গ্যালাক্সি এন এক্স

সম্প্রতি অসাধারন সব ট্যাবলেট উপহার দেয়ার পর বিশ্ব বাজারের অন্যতম জায়েন্ট স্যামসাং ঘোষনা দিয়েছে তাদের নতুন "এন্ড্রয়েড-পাওয়ার্ড" ক্যামেরার। স্যামসাং কর্তৃপক্ষ দাবী করেছেন একজন প্রফেশনালের সকল চাহিদার প্রতি দৃষ্টি রেখে এই ক্যামেরাটি বাজারে ছাড়া হবে। স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে ক্যামেরার এই নতুন ভার্সনটির নাম "গ্যালাক্সি এন এক্স"। অসাধারন এই এন্ড্রয়েড ভার্সনের মিররলেস ক্যামেরাটি হাই রেজ্যুলিউসনের ছবি তুলতে সক্ষম। শুধু তাই নয়,এর অত্যাধুনিক এবং পরিবর্ধনশীল লেন্স ডিএসএলআরের অভাব অনেকটা ঘুচিয়ে দিতে সক্ষম। স্যামসাং কর্তৃপক্ষ ২০১৩ এর শুরুর দিকে লন্ডনে ক্যামেরাটির একটি প্রিমিয়ারের আয়োজন করে;যেখানে জানানো হয়,"গ্যালাক্সি এন এক্স" এর সব থেকে আকর্ষনীয় দিকটি হলো এর সাথে যুক্ত করা উইন্ডোজ ৮ এর বিশেষ কিছু ফিচারসমূহ। থ্রী-জি এবং ফোর-জি এলটিই (LTE) নেটওয়ার্ক যুক্ত ২০.৩ মেগাপিক্সেল সেন্সর লেন্স থাকছে এতে।  শুধু তাই নয়,যেকোন ধরনের এন্ড্রয়েড এপস এতে ব্যবহার করা যাবে। এছাড়াও ৪.১ জেলিবিন এন্ড্রয়েড ভার্সনের ক্যামেরাটির থাকবে ১.৪ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর। কর্তৃপক্ষ এখনও এর মূল্য নির্ধারন করেনি। আশা করা যাচ্ছে এতেও কোন নতুন চমক থাকবে। ইতিমধ্যে সমালোচক মহলে এটি যথেষ্টসসাড়া ফেলেছে। তবে বিশ্লেষকদের ধারনা অনুযায়ী,নাইকন ও সনির মতো বড় ক্যামেরা প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো স্যামসাংকে এই প্রতিযোগীতার বাজারে সঙ্গ দেবে।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: November 27, 2013
Reviews (1) Write a Review
Md. Zulfiker Ali
Md. Zulfiker Ali | 11 August 2014 08.49 PM
মূল্যটা সাধ্যের মধ্যে হলে ভাল হয়?