কম্পিউটারের জগতে 'এসার' এর তুলনা একমাত্র এসার নিজেই। চমৎকার সব ফিচার যুক্ত ল্যাপটপ,নেট বুকের পর এসার এবার নিয়ে আসছে 'উইন্ডোজ ৮ ট্যাবলেট'। বিশ্ব বাজারে পিসি প্রস্তুতকারী এবং বিক্রয়কারী প্রতিষ্ঠান ডেল,এইচ পি,লেনোভোর পর এসারের স্থান চতুর্থ। প্রতিষ্ঠানটি ঘোষনা দিয়েছে আগামী ২০১৫ সালের মধ্যে তাদের সকল পণ্যের আশি ভাগ হবে সেনসেটিভ টাচ সেন্সর যুক্ত। ইতিমধ্যে তারা বেশ কয়েকটি 'টাচ সেন্সর নেটবুক' বাজারে ছেড়েছে। বাজার বিশ্লেষকদের ধারনা অনুযায়ী ২০১৪ সাল নাগাদ এসারের ৩০ থেকে ৩৫ ভাগ টাচ সেন্সর পণ্য বাজারে আসবে। জানা যায় প্রতিষ্ঠানটির উইন্ডোজ ৮ ভার্সনের ট্যাবলেটটিতে চমকদার কিছু ফিচার যুক্ত থাকবে। 'জিডনেট' নামক একটি মিডিয়া জানিয়েছে এসারের এই নতুন ট্যাবলেটটির মডেলের নাম "আইকোনিয়া ডাব্লিউ ৩-৮১০ (Iconia W3-810)"।
ট্যাবলেটটির ফিচারসমূহ হচ্ছে : (১২৮০×৮১০) পিক্সেল বিশিষ্ট ৮.১ ইঞ্চি ডিসপ্লে,১.৮ গিগাহার্জ এটম জেড ২৭৬০ প্রসেসর,একটি ডুয়েল কোর চীপ,৮ ঘন্টা ব্যাটারী ব্যাকআপ। এছাড়াও এতে এক্সটার্নাল ম্যামোরী হিসেবে থাকছে ৩৪ জিবি থেকে ৬৪ জিবি মাইক্রো এসডি স্লট, ইউএসএসবি পোর্ট, এবং ব্লু-টুথ কী-বোর্ড সুবিধা। ট্যাবলেটটির ওজন হবে ৫০০ গ্রাম বা প্রায় ১ পাউন্ড। উইন্ডোজের অন্যান্য সকল ফিচারের সাথে এতে থাকবে মাইক্রোসফট অফিস (হোম এন্ড অফিস এডিশন প্রো)। অসাধারন এই ট্যাবলেটটির মূল্য মমাত্র ৩৭৯ ইউএস ডলার ($)। বিশ্লেষকদের মতে, এসারের এই নতুন ট্যাবলেট বিশ্ব বাজারে সাড়া সৃষ্টি করতে পারে। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট জিম অং বলেছেন,এই ট্যাবলেট একটি যুগের সূচনা করবে এবং একই সাথে ট্যাবলেটের জগতে মাইক্রোসফট ইন কর্পোরেটকে একটি নতুন বিপ্লবের দিকে নিয়ে যাবে। তবে এর পাশাপাশি তিনি এন্ড্রয়েড ট্যাবলেট এবং ক্রোমবুক তৈরির বিষয়েও নিশ্চিত করেছেন ।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: November 26, 2013