বর্তমান যুগকে বলা হয় প্রযুক্তির যুগ। আর এই যুগে নিত্য ব্যবহার্য বস্তু হচ্ছে মানব জাতিকে দেয়া প্রযুক্তির আশীর্বাদ। কিছু দিন পূর্বেই ঘড়ির ইতিহাসে বিপ্লব আসে আর আমাদের হাতে এসে পৌঁছায় নতুন যুগের ঘড়ি;যাকে আখ্যায়িত করা হয় "স্মার্ট ওয়াচ" নামে। অত্যাধুনিক এই সকল ঘড়িতে যুক্ত করা হয় অবিশ্বাস্য কিছু সুবিধা। আর এই ধাক্কা সামলাতে না সামলাতেই আরেকটি ধাক্কা দিলো "হেটিস" নামক একটি বিখ্যাত প্রতিষ্ঠান। সম্প্রতি এই প্রতিষ্ঠানটি অসাধারন একটি স্মার্ট ওয়াচ বাজারে নিয়ে এসেছে। তাদের সম্পূর্ণ ঘড়িটি 'ঘড়ির দেশ' হিসেবে সুপরিচিত স্যুইজারল্যান্ড এর ঘড়ি নির্মাতাদের ডিজাইনের অনুকরনে তৈরি। এর নাম দেয়া হয়েছে "হেটিস ক্রসবো স্মার্ট ওয়াচ"। ঘড়িটিতে আকর্ষনীয় ও বিশেষ কিছু ফিচার আছে। এগুলোর মধ্যে একটি হলো এর ৪৮ মেগাপিক্সেল বিশিষ্ট "ক্যামেরা"। এতো উচ্চ প্রযুক্তিসম্পন্ন ক্যামেরা ইতোপূর্বে অন্য কোন স্মার্ট ওয়াচে যুক্ত করা হয় নি। এছাড়া আছে একটি "রিং ফ্ল্যাস";যা টাইটেনিয়ামে আবৃত। ঘড়ির উপরের স্ক্রীনটি ক্রিস্টাল দ্বারা তৈরি এবং এটি সম্পূর্ণ টাচ সেনসেটিভ। যেকোন ঘড়ির সবথেকে বড় সমস্যা ব্যাটারী। তবে এতে এই সমস্যা হওয়ার কোন সুযোগ নেই। যদি কখন ব্যাটারী সংক্রান্ত কোন জটিলতা তৈরি হয় বা ব্যাটারীটি দুর্বল হয়ে যায় তাহলেও ঘড়িটি স্বয়ংক্রিয়ভাবে ঘুরতে থাকবে। এখানেই কিন্তু শেষ না;যেহেতু এটি স্মার্টওয়াচ তাই খুব সহজেই ধরা নেয়া যায় এতে স্মার্ট ফোনের অনেক কিছুই থাকবে।
এই ক্রসবো স্মার্ট ওয়াচের মাধ্যমে এন্ড্রয়েড,আইওএস বা উইন্ডোজ ৮ সম্বলিত যেকোন স্মার্ট ফোন, ট্যাবলেট, পিসি, আইপ্যাডসহ যেকোন স্মার্ট ডিভাইসের সাথে সংযোগ স্থাপন করা যাবে অথবা যেকোন তথ্যের লেনদেন করা যাবে। এছাড়াও এতে ওয়াই-ফাই, ব্লু-টুথ ও এনএফসি কানেকশন সুবিধাও আছে। বাড়তি হিসেবে এতে যোগ করা হয়েছে জিপিএস(GPS) পজিসন, এ্যাল্টিচিয়ুড, বাইওমিটারিক সকল তথ্য ও তাপমাত্রা জানার সুবিধা। অবিশ্বাস্য এই ঘড়িটি বর্তমানে অনলাইনে পাওয়া যাচ্ছে। কর্তৃপক্ষ এর মূল্য নির্ধারন করেছে ১২০০ মার্কিন ডলার ।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: November 26, 2013