সেলফোনের রাজত্বে যে কয়েকটি রাজার নাম আমরা জানি নি:সন্দেহ ব্যাকবেরি তাদের মধ্যে একটি।কিছু দিন আগেও একটা জনশ্রতি শোনা যাচ্ছিল যে খুব দ্রুতই ব্যাকবেরি তাদের নিজস্ব ফ্যাবলেট 'এরিষ্ট' বাজারে আনছে। যার নির্ধারিত প্রতিষ্ঠানিক কোডটি হচ্ছে "ব্ল্যাকবেরি ১০.২"।তবে এবার সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিষয়টি নিশ্চিত হয়েছে।সম্প্রতি ক্র্যাকবেরি নামক একটি ফোরাম দাবী করেছে ব্ল্যাকবরি বাজারে যে ফ্যাবলেটটি আনছে তার প্রকৃত মডেলের নাম "জেড৩০" গেলো বছরের অক্টোবর থেকে এই গুঞ্জন শোনা যাচ্ছিল।আরো জানা যায় তাদের প্রস্তুতকৃত ফ্যাবলেটটি ৫.৩৫×২.৬৭×০.৩৫ ইঞ্চি হবে এবং এর ১২৮০×৭২০ রেজ্যুলিউসন সম্পন্ন টাচ সেনসেটিভ স্ক্রীন হবে ৪.৬৫ ইঞ্চি। উন্নত ধরনের সুবিধাসহ এর সাথে আরো থাকবে ব্ল্যাকবেরি 'জেড ১০' এবং স্মার্ট ফোনের সকল ফিচারসমূহ ।
ব্ল্যাকবেরির কী-বার্টন সম্পন্ন জেড ১০ মডেলের সেলফোনটি প্রাথমিকভাবে ক্রেতা মহলের দৃষ্টি আকর্ষনে সক্ষম হলেও শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি। যার ফলশ্রুতিতে এই কানাডিয়ান মেন্যুফেকচারার কোম্পানিটি তাদের বেশ কয়েকজন নির্বাহী এবং কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হয়। তবে ধারনা করা হচ্ছে তাদের এই ফ্যাবলেটটি নতুন কোন চমক দেখাতে পারে। তবে ফ্যাবলেটটির মূল্য কত হবে বা কবে নাগাদ এটি বাজারে পাওয়া যাবে সে বিষয়ে কোন নিশ্চিত তথ্য পাওয়া যায় নি।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: November 25, 2013