অচিরেই জায়েন্ট 'নোকিয়া' ট্যাবলেট জগতে প্রবেশ করতে যাচ্ছে। এক প্রযুক্তি বিষয়ক পত্রিকা মাধ্যম এমনটিই দাবী করেছে। সেই সাথে তারা জানিয়েছে, নোকিয়ার ট্যাবলেট সংস্করনটির নাম হবে "নোকিয়া উইন্ডোজ আর টি"। বলা হচ্ছে, এই ট্যাবলেটটির অপারেটিং সিস্টেম সম্পূর্ণ নতুন; এর নাম "উইন্ডোজ ৮ আর টি"। আরও বলা হচ্ছে এই অপারেটিং সিস্টেমটি হলো উইন্ডোজ ৮ এর পরবর্তী ভার্সন। এবং এতে চমৎকার ও নতুন অনেক কিছুই যোগ করা হয়েছে। যদিও এর নির্মানকারী প্রতিষ্ঠান এই ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায় নি। শুধু বলা হয়েছে এই নতুন অপারেটিং সিস্টেম নিয়ে তারা কাজ শুরু করেছে। তবে এটা নিশ্চিত যে এই অপারেটিং সিষ্টেমটি এবারই প্রথমবারের মতন কোন ট্যাবলেটে ব্যবহৃত হতে যাচ্ছে । নোকিয়া কর্তৃপক্ষ এখনও এই বিষয়ে কোন কিছু জানায় নি। তবে মাইক্রোসফট এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
জানা যায়,নোকিয়ার এই ট্যাবলেটটি হবে ১০.১ ইঞ্চি এবং ১০৮০ পিক্সেল ডিসপ্লে বিশিষ্ট । এর অপারেটিং সিস্টেম হচ্ছে 'উইন্ডোজ আর টি ৮.১'। প্রসেসর কোয়াড কোর স্ন্যাপড্রাগন ৮০০ সিপিউ যার স্পীড ২.১৫ গিগাহার্জ। এর ইন্টার্নাল স্টোরেজ হচ্ছে ৩২ জিবি। ট্যাবলেটটিতে আরো কিছু বিশেষ ফিচার থাকবে। এতে ফুল সাইজড ইউএসবি পোর্ট,মাইক্রো এইচডিএমআই (HDMI)) ওয়াই-ফাই, মাইক্রো ইউএসবি সুবিধা থাকবে।"উইন্ডোজ ফ্যানসাইট" নামক একটি ওয়েব সাইট দাবী করছে, নোকিয়ার আসন্ন এই ট্যাবলেটটি নোকিয়ার সেলুলার ফোনের মতই বিভিন্ন আকর্ষনীয় ও উজ্জ্বল রঙে পাওয়া যাবে। এবং সেই সাথে ডিটাচেবল কি-বোর্ড ও বিল্ট-ইন ব্যাটারীও থাকবে। এছাড়া আরো নতুন কিছু এপসও এতে যুক্ত থাকবে। ইতিমধ্যে নোকিয়ার এই চমৎকার ভার্সনের ট্যাবলেটটি নিয়ে যথেষ্ট জল্পনা-কল্পনা শুরু হয়েছে। তবে নোকিয়া বা উইন্ডোজ কোন পক্ষই এখনও এর আনুষ্ঠানিক ঘোষনা দেয়নি । কবে এটি বাজারে আসবে বা এর মূল্য কত তারও আভাষ পাওয়া যায়নি। তবে এই ট্যাবলেট ভার্সনটি নিয়ে সমালোচকদের মাঝে যথেষ্ট বিতর্ক সৃষ্টি হতে পারে বলে অনেকে মনে করছেন। এছাড়াও প্রতিযোগিতার বাজারে এই উইন্ডোজ ট্যাবলেটটি এন্ড্রয়েডের বিরুদ্ধে কতটুকু জায়গা দখল করতে পারবে তাও একটি বিষয়।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: November 23, 2013