bdstall.com

আসছে আসুসের ক্রোমবুক

কম্পিটারের বাজারে নোটবুক ও ট্যাবলেট যথেষ্ট সাড়া তৈরিতে সক্ষম হয়েছে। আর এই জনপ্রিয়তার ঢেঊয়ে নিজেদের ভাসিয়ে দিতে সম্প্রতি বিভিন্ন "পিসি ম্যানুফ্যাকচার" প্রতিষ্ঠানগুলোও যথেষ্ট উৎসাহ দেখাচ্ছে। বর্তমানে "ক্রোমবুক" নামে একটি নতুন কম্পিউটারের কথা শোনা যাচ্ছে। এটি দেখতে অনেকটা ট্যাবলেট বা নোটবুকের মতই। তবে আকৃতিতে কিছুটা ছোট এবং এগুলোর দামও তুলনামূলকভাবে অনেক কম। শুধু তাই নয় ট্যাবলেট ও নোটবুকের বিভিন্ন সুবিধার পাশাপাশি বাড়তি অনেক কিছুই এতে পাওয়া যায়। তাই এই ধরনের সুযোগ সুবিধা থাকার কারনে বর্তমান বাজারে এর চাহিদা ক্রমশই বাড়ছে।  সম্প্রতি পিসি ম্যানুফ্যাকচার প্রতিষ্ঠান 'আসুস (ASUS)' ক্রোমবুক তৈরির ঘোষনা দিয়েছে । তারা জানিয়েছে চলতি বছরের শেষে তাদের তৈরি করা এই ক্রোমবুক বাজারে আসবে । ডিগিটাইমস নামক একটি প্রযুক্তিবিষয়ক পত্রিকার প্রতিবেদন থেকে জানা যায়, আসুস ক্রোমবুক তৈরির প্রক্রিয়া শুরু করে ২০১৩ সালের শুরু থেকে। অপর আরেকটি সূত্র থেকে জানা যায়,আসুস প্রথম অবস্থায় শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য সীমিত সংখ্যার ক্রোমবুক তৈরি করবে। ডিগিটাইমস এর তথ্য মতে,আসুস ১৭ থেকে ১৯ মিলিয়ন নোটবুক তৈরির উদ্যোগ নিয়েছে। তবে পরবর্তীতে এর সংখ্যা ২৪ মিলিয়নও ছাড়াতে পারে। আসুসের এই ক্রোমবুক এর আরেকটি বিশেষত্ব হলো,এর স্ক্রীনটি টাচ সেন্সেটিভ হবে না।  আসুস কর্তৃপক্ষ এখনও তাদের এই হাইব্রিড নোটবুক/ট্যাবলেটের মূল্য নির্ধারন করেনি।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: November 18, 2013
Reviews (0) Write a Review