এশিয়ার অন্যতম রহস্যময় একটি দেশ উত্তর কোরিয়া। কম্যিউনিষ্ট শাসন ব্যবস্থা এবং ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতা ইদানিং কালে দেশটিকে বিশ্ববাসীর কাছে আরো আকর্ষনীয় করে গড়ে তুলেছে। বিশেষ করে এর প্রযুক্তির উন্নতি। ওয়ার্ল্ড ওয়েবে গুগোল-ইয়াহুর মতো সার্চ ইঞ্জিনগুলো এই দেশটির বিষয়ে আশানরুপ তথ্য দিতে অক্ষম। তবুও আগ্রহী মানুষকে দমিয়ে রাখা যায় না। বর্তমান বিশ্ব বাজারে উত্তর কোরিয়ার তৈরি পণ্য সচরাচর দেখা যায় না। কঠোর পররাষ্ট্র নীতি এবং সরকারের গোপনীয়তার কারনে অনেক পণ্য যেমন বিশ্ব বাজারে পাওয়া যায় না ঠিক তেমনই বিশ্ব বাজারের বাণিজ্যিক পণ্য উত্তর কোরিয়াতেও পাওয়া দুষ্কর। তবে সম্প্রতি 'আইডিজি' নামক একটি প্রযুক্তি এবং বাণিজ্যিকভিত্তিক পত্রিকা মাধ্যম উত্তর কোরিয়ায় প্রস্তুতকৃত এবং বহুল ব্যবহৃত একটি ট্যাবলেটের তথ্য দিয়েছে। তাদের দাবী ট্যাবলেটটি উচ্চ প্রযুক্তিসম্পন্ন এবং বিশ্ব বাজারের জনপ্রিয় এপেলের আইপ্যাড বা স্যামস্যাং এর গ্যালাক্সি ট্যাবলেটের তুলনায় কোন অংশে কম না। তবে এর মূল্য মাত্র দু'শ মার্কিন ডলার। পত্রিকা মাধ্যমটি জানিয়েছে,'মাইকেল' নামে একজন ভ্রমনকারীর মাধ্যমে ট্যাবলেটটির তথ্য পাওয়া গেছে; যিনি বিশেষ অনুমতি নিয়ে দীর্ঘদিন উত্তর কোরিয়াতে ভ্রমন করেছেন। ট্যাবলেটটি 'স্যামজিয়ন' নামক কোন উত্তর কোরিয়ান কোম্পানির প্রস্তুতকৃত এবং পায়োংইয়াং নামক দেশটির সবথেকে বড় বাণিজ্যিক কেন্দ্র থেকে ক্রয় করা হয়েছে। পত্রিকার ভাষ্যমতে গেলো বছর থেকে এই স্যামজিয়ন নামধারী প্রতিষ্ঠানটিও বেশ কৌতুহলের কারন হয়ে দাঁড়িয়েছে। এখনও পাওয়া তথ্য অনুসারে, ট্যাবলেটটিতে ব্লু-টুথ,ওয়াই-ফাই, ইউটিউব,গুগোল,জি-মেইল সুবিধাসহ সকল ধরনের ইনটারনেট একসেসের সুবিধা যুক্ত করা আছে। এছাড়াও এংরি বার্ডসহ গুগোল প্লে-ষ্টোরের আরো চমৎকার সব আপ্লিকেশন এবং গেম যুক্ত করা হয়েছে। এর ৭ ইঞ্চি স্ক্রীনটি টাচ সেনসেটিভ এবং ক্যামেরা ৭ মেগাপিক্সেল। এছাড়া গুগোল অপারেটিং সিষ্টেম বিশিষ্ট এই ট্যাবলেটের প্রসেসর হচ্ছে ১.২ গিগাহার্জ।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: November 14, 2013