বিগত কয়েক দিন যাবৎ ব্যাপক গুঞ্জন শোনা যাচ্ছিল যে প্রযুক্তির জগতের অন্যতম সম্রাট অ্যাপেল আই ফোন, আই ওয়াচের পর তার পরবর্তী চমক আই টিভি নিয়ে হাজির হচ্ছে দ্রুত। অবিশ্বাস্য হলেও এটি সত্য। তথ্যটি নিশ্চিত করেছে তাইওয়ানের স্বনামধন্য গণমাধ্যম ইকোনমিক ডেইলি নিউজ। তারা জানিয়েছে, অ্যাপেল তার নিজস্ব টিভি বাজারে নিয়ে আসছে। এবং ইতিমধ্যে তারা ফক্সকন ও কোরিং নামক দুটি কোম্পানির সাথে এই বিষয়ে চুক্তি বদ্ধও হয়েছে। অপর আরেকটি সূত্র থেকে জানা যায়, সম্পূর্ণ ফ্ল্যাট এই টেলিভিশনটি পাওয়া যাবে দুই ধরনের স্ক্রীনে - একটি ৫৫ ইঞ্চি এবং অপরটি ৬০ ইঞ্চি। এর সাথে আরো থাকছে ট্যাবলেট সদৃশ ৯.৭ ইঞ্চি বিশিষ্ট একটি মিনি আই টিভি। চমকের আরো অবশিষ্ট আছে। এই টেলিভিশন সেটটির সাথে অ্যাপেল দেবে আই রিং। এটি দেখতে অনেকটা আংটির মতো, তবে কাজ রিমোর্টের পরিবর্তে। উচ্চ প্রযুক্তিসম্পন্ন এই রিমোর্ট আংটিটি দর্শক তার হাতের আঙ্গুলে পড়বে এবং চ্যানেল পরিবর্তন বা ভলিউম বাড়ানো - কমানোর প্রয়োজন হলে টিভি স্ক্রীনের দিকে পয়েন্ট করে প্রয়োজনীয় বাটন চাপলেই হবে ।
এখানেই শেষ নয়, অ্যাপেলের এই টিভি সেটটিতে থাকছে ওয়্যারলেস ভিডিও ট্রান্সফার সুবিধা। এই সুবিধাটি থাকার ফলে সহজেই টিভি সেট থেকে আইপ্যাড, ট্যাবলেট এমনকি স্মার্ট ফোনে সাথেও ভিডিও আদান - প্রদান করা যাবে।
ধারনা করা হচ্ছে এই টিভি সেটটি ২০১৪ এর শেষের দিকে বাজারে পাওয়া যাবে। বিশেষজ্ঞ মহলের বিশ্লেষন অনুযায়ী এর মূল্য হতে পারে ১৫০০ থেকে ২৫০০ মার্কিন ডলার। তবে কর্তৃপক্ষ এ বিষয়ে কিছু ঘোষনা দেয় নি।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: September 28, 2013