bdstall.com

এইচ টি সির নতুন স্মার্ট ফোন : এইচ টি সি ম্যাক্স ওয়ান

স্মার্ট ফোনের রাজ্যে যে কয়েকটি জায়েন্ট  প্রতিষ্ঠান আছে এইচ টি সি HTC তাদের মধ্যে একটি। সম্প্রতি একটি গুঞ্জন শোনা যাচ্ছিলো, এইচ টি সি তাদের নতুন স্মার্ট ফোন বাজারে আনছে। এই নতুন স্মার্ট ফোনটিতে মোবাইল প্রেমীদের জন্য কিছু বিশেষ চমক থাকবে বলেও আশা করা হচ্ছিলো। সকল কল্পনার অবসান শেষে জানা গেলো এইচ টি সির চমকদার স্মার্ট সেলুলার ফোনটির নাম এইচ টি সি ওয়ান ম্যাক্স। ' ই-প্রাইস' নামক তাইওয়ানের একটি ভার্চুয়াল মিডিয়া জানিয়েছে অসাধারন এই স্মার্ট ফোনটিতে সাধারন ফিচারের পাশাপাশি থাকছে অবিশ্বাস্য কিছু ফিচার। ২.৩ গিগাহার্জ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০০ প্রসেসর, ২ জিবি RAM, ৩৩০০ mAh ব্যাটারী, ১৬ জিবি এক্সটার্নাল স্টোরেজ ম্যামোরী। এখানেই শেষ না, মোবাইল ফটোগ্রাফারদের জন্য এতে আছে আল্ট্রা পিক্সেল ক্যামেরা সেন্সর এবং অত্যাধুনিক সকল এপস। চমৎকার এই স্মার্ট ফোনটির ১০২০ পিক্সেল এর ডিসপ্লেটি ৫.৯ ইঞ্চি বিশিষ্ট। কর্তৃপক্ষের দাবী এটিই এখনও পর্যন্ত সব থেকে বড় ডিসপ্লে বিশিষ্ট স্মার্ট ফোন। ধারনা করা হচ্ছে এই বছরেরই সেপ্টেম্বরে জার্মানীতে আসন্ন আই এফ এ ইভেন্ট এ এটি আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করা হবে। এইচ টি সি কর্তৃপক্ষ এখনও এর নির্ধারিত মূল্য সম্পর্কে কিছু জানায় নি।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: September 14, 2013
Reviews (0) Write a Review