bdstall.com

গুগলের স্মার্ট ফোন মটো এক্স

বিশ্ব প্রযুক্তির রাজা গুগল এবার নিয়ে আসছে তার বিস্ময়কর সেলুলার ফোন। মোবাইল ফোনের ইতিহাসে আজ পর্যন্ত এতোগুলো চমক একসাথে কেউ দেয় নি। গুগোলের নতুন সেলুলার ফোনটি হবে  সম্পূর্ণ কণ্ঠচালিত স্মার্টফোন। অর্থাৎ এটি ব্যবহার করতে হলে হাত বা অন্য কোন অঙ্গের প্রয়োজন নেই। স্মার্টফোনটি সবসময় ব্যবহারকারীর কন্ঠ স্বরের নির্দেশনা অনুযায়ী কাজ করবে। আগষ্ট মাসের শেষের দিকে বা সেপ্টেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মধ্য আমেরিকার দেশগুলোতে ছাড়া হবে এই স্মার্ট ফোনটি। এর অপারেটিং সিষ্টেম হলো এন্ড্রয়েড ৪.২.২। গুগল এর নাম দিয়েছে নিউ ড্রয়েড আল্ট্রা। মটো এক্সে আরো থাকছে ১০৮০ পিক্সেল এইচ ডি রেজ্যুলেশন বিশিষ্ট ৪.৯ ইঞ্চি এমলেড ডিসপ্লে (১২৮০ × ৭২০), ১০ মেগাপিক্সেল রেয়ার ফেস ক্যামেরা, ১৬ থেকে ৩২ জিবি এক্সটার্নাল ম্যামোরি স্টোরেজ সুবিধা। এর প্রসেসর হচ্ছে ১.৭ গিগাহার্জ কোয়ালকম স্ন্যাপ ড্রাগন এস ৪ প্রো, এবং ২ জিবি RAM। গুগল দাবী করেছে তাদের এই মোবাইল ফোনটি ২৪ ঘন্টা  ব্যাটারি ব্যাকআপ সংবলিত। ১৩০ গ্রাম ওজনের এই সেল ফোনটি প্রায় ২০০০ টি রঙে পাওয়া যাবে। ভয়েস কমান্ড পরিচালিত এই সেলুলার মোবাইল ফোনটিকে আটটি ভাষায় ভয়েস কমান্ড দেয়া যাবে। তবে গুগোল দাবী করেছে পরবর্তীতে আরী ভাষা এতে যুক্ত করা হবে। এতো চমৎকার সব ফিচার থাকা সত্ত্বেও এর মূল্য মাত্র ১৯৯ মার্কিন ডলার। পরিপূর্ণ কণ্ঠচালিত স্মার্টফোন এটিই প্রথম। গত বছর এক হাজার ২৫০ কোটি ডলারে মটোরোলা কোম্পানি ক্রয় করে গুগল। গুগলের অধীনে যাওয়ার পর মটোরোলা থেকে এটিই প্রথম সেল ফোন। গুগল জানিয়েছে, 'ওকে গুগল নাও' বলার সাথে সাথে সক্রিয় হবে মটো এক্স। এরপর শুধু কণ্ঠের মাধ্যমেই নির্দেশনা দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে। তবে এই সেলফোনটিকে কণ্ঠের পাশাপাশি প্রচলিত পদ্ধতিতেও ব্যবহার করা যাবে। বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তির বদৌলতে পৃথিবী বদলে দেওয়ার স্বপ্নে গুগলের প্রতিষ্ঠাতা সার্জিও ব্রিন এবং ল্যারি পেজের অন্যতম প্রচেষ্টা এটি। মটো এক্সের মাধ্যমে তারা নতুন প্রজন্মের স্মার্ট ডিভাইস তৈরিতে আরও এক ধাপ এগিয়ে গেলেন।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: August 17, 2013
Reviews (0) Write a Review