bdstall.com

বৈদ্যুতিক গাড়ি বিএমডাব্লিউ আই থ্রী

সৌখিন মানুষের প্রথম সৌখিন পছন্দটি হচ্ছে গাড়ি। ধনী থেকে মধ্যবিত্ত প্রত্যেকেরই একটু অন্য রকমের নেশা থাকে গাড়ির প্রতি। আর গাড়ি যদি হয় বিএমডাব্লিউ তাহলে তো কোন কথাই নেই। যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে বিএমডাব্লিঊ এবার নিয়ে এলো ভবিষ্যৎ প্রজন্মের বৈদ্যুতিক গাড়ি বিএমডাব্লিউ আই থ্রী। বিএমডাব্লিউ ইতোপূর্বে মিনি কুপার মডেলের একটি গাড়িকে ইলেক্ট্রিক ভেহিকল বা ইভিএস প্রোজেক্টের আওতায় পরীক্ষামূলক ভাবে ব্যাবহার করা হয়েছে। তবে আই থ্রী মডেলের গাড়িটিকে প্রথম বারের মত বৈদ্যুতিক গাড়ি হিসেবে বাজারে ছাড়া হয়। সাধারন তেল বা গ্যাসচালিত অথবা হাইব্রীড গাড়িগুলো থেকে আই থ্রী গাড়টির আকৃতি, ওজন এবং ইঞ্জিন সিস্টেম সম্পূর্ণ আলাদা। তুলনামুলক ভাবে বৈদ্যুতিক গাড়িগুলোর ভারী যন্ত্রাংশের তুলনায় এই গাড়িটিতে হালকা যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে। এর ওজন মাত্র ২৭০০ থেকে ৩৭০০ পাউন্ড এবং এর ইঞ্জিনের ১৭০ এইচপি। এছাড়াও এই নতুন গাড়িটিতে আরো বিশেষ কিছু সুবিধা যুক্ত করা হয়েছে যা মিনি কুপার এ অনুপস্থিত ছিলো। আই থ্রী মডেলের গাড়িটির ড্যাশবোর্ড  কার্বন-ফাইবার রেইনফোর্সড প্লাষ্টিক দিয়ে তৈরি। এর সবথেকে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশটি মানে ব্যাটারী শক্তিশালী কিন্তু তুলনামুলক হালকা স্টীল এবং এল্যুমিনামের বিশেষ প্রলেপ দিয়ে তৈরি করা হয়েছে। গাড়িটির আকর্ষনীয় অংশগুলোর একটি হচ্ছে এর আভ্যন্তরিন ভাগটি। নাফ প্ল্যান্ট নামক এক ধরনের বিশেষ গুল্ম জাতীয় উদ্ভিদ থেকে তৈরি কাঠ এবং বিশেষ ধরনের প্লাষ্টিকের মিশ্রনের প্রলেপ দিয়ে ভেতরের অংশ সম্পূর্ণভাবে ঢাকা। এর ড্যাশবোর্ডের নেভিগেশন মনিটরটি অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি যা সম্পূর্ণ টাচ-সেনসেটিভ। এছাড়াও ড্যাশবোর্ডে আছে আরপিএম, মিউজিক একসেস, স্পীড লেভেল, চার্জ লেভেল এবং অন্যান্য আধুনিক সুবিধা। এর ব্যাটারীর ক্ষমতা ২২ কিলো ওয়াট-আওয়ার। বিএমডব্লিউ কর্তৃপক্ষ দাবী করেছে,  শুধুমাত্র তিন ঘন্টার চার্জে এটি ৬০ থেকে ২২০ মাইল পথ পাড়ি দিতে পারবে। এখানেই শেষ নয়, এর দ্রুত চার্জ দেয়ার জন্য এর সাথে কমবো চার্জার থাকবে। যার মাধ্যমে সর্বোচ্চ তিরিশ মিনিট চার্জ দিলেই এটি দীর্ঘ পথ অনায়াসেই পাড়ি দিতে পারবে। গাড়িটির বাণিজ্যিক বিপণন শুরু হবে ২০১৪ সালের শুরুর দিকে এবং এর মূল্য ধার্য করা হয়েছে ৪১,৩৫০ মার্কিন ডলার।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: August 15, 2013
Reviews (0) Write a Review