দ্রুত বাজারে আসছে নকিয়া লুমিয়া সিরিজের পরবর্তী ভার্সন লুমিআ ৬২৫। সম্প্রতি নকিয়া কতৃপক্ষ ঘোষনা দিয়েছে বিশ্বের কয়েকটি অংশে একই সময় লঞ্চ করা হবে আকর্ষনীয় এই মোবাইল ফোনটি। ইতিমধ্যে এই উইন্ডোজ মোবাইল ভার্সনটি সমালোচকদের দৃষ্টি কেড়েছে অসাধারন কিছু বৈশিষ্টের জন্য। লুমিয়ার এই ভার্সনটিতে থাকবে মাইক্রসফট কোম্পানি উদ্ভাবিত LTE Radio সুবিধা; যা এখনও কোন স্মার্টফোনের সাথে যুক্ত করা হয়নি। এছাড়াও এতে আছে ৪.৭ ইঞ্চি এলসিডি ডিসপ্লে ( ৪৮০ × ৮০০ ডব্লুভিজিএ ) সুপার সেনসেটিভ টাচ-স্ক্রীন, কোয়ালাম স্ন্যাপ ড্রাগন এস ৪ প্রসেসর, ডুয়েল কোর-১.২ গিগাহার্জ, ৫১২ মেগাবাইট RAM, ৮ জিবি ইনটার্নাল মেমোরী, ৫ মেগাপিক্সেল ক্যামেরা। এটাই হচ্ছে নকিয়ার সবচেয়ে বৃহৎ ডিসপ্লের সেলফোন। বর্তমান বাজারে সর্ববৃহৎ ডিসপ্লে ৪.৫ ইঞ্চি। এর পূর্বে নকিয়া এতো বড় ও এতো সুবিধাসম্পন্ন মোবাইল ফোন তৈরি করেনি। বিশেষজ্ঞদের মতে অসাধারন কিছু ফিচার থাকার কারনে খুব দ্রুতই এটি ক্রেতাদের মন টানবে। নকিয়া কতৃপক্ষ চমৎকার এই উইন্ডোজ ফোনটির মুল্য নির্ধারন করেছে ২২০ ইওরো ( 222€ ) বা ২৯০ মার্কিন ডলার ( 290 US $)।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: July 29, 2013