bdstall.com

আশ্চর্যজনক নোভালিয়া মিউজিক পোষ্টার

প্রযুক্তির রাজ্যে যেনো বিস্ময়ের অন্ত নেই। আর তাই সেই বিস্ময়কে আরো হাজার গুণ বাড়িয়ে দিল অভিনব এক আবিষ্কারী দিল নোভালিয়া। অসম্ভব মেধাবী এই দলটি আবিষ্কার করেছে আশ্চর্য একটি মিউজিক পোষ্টার। এই মিউজিক পোষ্টারটির বিশেষত্ব হচ্ছে , পছন্দের গানের সাথে  এখানে মনের মত ড্রামের বিট সৃষ্টি করা যাবে। মজার ব্যাপার হলো অদ্ভুত এই পোষ্টারটি সম্পূর্ণভাবে কাগজের তৈরি। নোভালিয়া কতৃপক্ষ  বিষয়টির সত্যতা যাচাই করে বলেছেন, যে কেউ চাইলেই নিজের পছন্দের গানের সাথে এখানে ড্রামের বিট দিতে পারবে। আবার প্রয়োজন মত ড্রামের বিট যুক্তও  করা যাবে। সম্পূর্ণ মিউজিক পোষ্টারটি কাগজের তৈরি। এতে সাত ধরনের ড্রামের ছবি দেয়া আছে। কোন স্টিক নেই। বিট তৈরির জন্য শুধু হাতের আঙ্গুল দিয়ে স্পর্শ করতে হবে। কতৃপক্ষ জানিয়েছে, পোষ্টারটির কার্যপ্রণালী অনেকটা স্মার্টফোনের মত। এর অঙ্কিত ড্রামের ছবি গুলো অনেকটা স্মার্টফোনের টাচ সেন্সরের মত আচরন করে; যার  সাথে একটা সরল সার্কিট যুক্ত করা আছে। যখনই ড্রামের ইমেজগুলোকে স্পর্শ করা হবে তখনই সেগুলো থেকে বিভিন্ন শব্দ তৈরি হবে। ইতোমধ্যে দুই ধরনের পোষ্টারের কথা শোনা যাচ্ছে। যার একটি প্রকরণ ব্লুটুথের মাধ্যমে আইফোন বা আইপ্যাডকে ব্যবহার করে সুর তৈরি করা যাবে। আর অন্যটিতে সরাসরি সুর তৈরি হবে।

সাতজন মেধাবী বিজ্ঞানী ও প্রোগ্রামারের নিরলস পরিশ্রমের ফসল নোভালিয়া মিউজিক পোষ্টারটি বর্তমানে বাজারে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে দলটি এটি বিক্রি করছে।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: July 28, 2013
Reviews (0) Write a Review