জেবিএল এর সাথে যুক্ত হয়ে জেবিএল লিঙ্ক বার (JBL Link Bar) নামে নতুন এক হাইব্রিড সাউন্ডবার বাজারে আনার ঘোষণা দিয়েছে গুগল। লিভিং রুমে জেবিএল লিঙ্ক বারটি অডিও হাব হিসেবে কাজ করবে। এন্ড্রয়েড টিভি চালাতে সক্ষম এবং গুগল এসিস্টেন্স ইন্টিগ্রেশন এর সাহায্যে ভয়েস অনুসন্ধান এবং নিয়ন্ত্রণ করতে সক্ষম। আরো আকর্ষণীয় বিষয় হলো লিংক বার থেকে সঙ্গীত চালানোর জন্য গুগল এসিস্টেন্স ইন্টিগ্রেশন ব্যবহার করা যাবে এমনকি যখন টিভি বন্ধ থাকবে। জেবিএল লিঙ্ক বারটি HDMI এর সাথে যুক্ত হয়ে ভয়েসের মাধ্যমে ইনপুট স্যুইচিং করতে সক্ষম এবং এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে সজেই প্রবেশ করা যাবে।
JBL স্পিকারের বর্তমান মূল্য তালিকা
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: May 24, 2018