বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরব এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত IDB-BISEW বাংলাদেশের সুবিধা বঞ্চিত মুসলিম যুবকদের দক্ষ জনশক্তিতে রুপান্তরের লক্ষ্যে একটি বিশেষ প্রকল্প গ্রহন করেছে। বর্তমানে ভোকেশনাল ট্রেনিং এর রাউন্ড ১৭ এর রেজিট্রেশন চলছে। আবেদনের শেষ তারিখ ১৫ মে, ২০১৮।
আবেদন প্রক্রিয়া - অনলাইন
ট্রেনিং এর আওতায় যা যা থাকছে-
ট্রেনিং এর মেয়াদ - ৬ মাস
থাকা খাওয়া সম্পুর্ন ফ্রি
মাসিক ৫০০ টাকা ভাতা
চাকরি পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা
কোর্স সমূহ
ইলেক্ট্রিক্যাল ওয়াকর্স
ইলেক্ট্রনিক্স
রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন
ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন
মেশিনিস্ট
অটোমোবাইল
যোগ্যতা
অষ্টম কিংবা এস এস সি / দাখিল পাস করে যারা আর্থিক সমসযার কারনে পড়ালেখা চালিয়ে যেতে পারছেন না।
বিস্তারিত জানতে IDB-BISEW এর ওয়েব সাইট ভিজিট করুন।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: May 06, 2018