ওয়্যারলেস চার্জিং ম্যাট প্রযুক্তিতে স্যামসাং হয়তো অ্যাপলের পথ অনুসরণ করছে। সম্প্রতি স্যামসাং-এর একটি প্যাটেন্ট আবেদন পাওয়া গেছে যেখানে অ্যাপল এর আসন্ন এয়ারপাওয়ার টেকনোলোজির মত একটি ম্যাটের আবেদন পাওয়া গেছে। অ্যাপলের এই এয়ারপাওয়ার টেকনোলজি ২০১৮ সালের কোন একসময় বাজারে পাওয়া যাবে।
স্যামসাং স্মার্টফোনের বর্তমান মূল্য তালিকা
যদিও ইতোমধ্যেই স্যামসাং-এর ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি বাজারে রয়েছে, কিন্তু এটি একবারে কেবলমাত্র একটি স্মার্টফোনই চার্জ করতে পারে। ধারনা করা হয় স্যামসাং এর এই ভবিষ্যৎ ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি একবারে দুটো ডিভাইসে চার্জ দিতে পারবে। যেমন দুটো ফোন কিংবা একটি ফোন এবং একটি স্মার্টওয়াচ। প্যাটেন্টে উল্লেখ করা হয়েছে স্যামসাং এর এই ম্যাটটি এর উপর রাখা ডিভাইসের ধরন নির্ধারণ করতে পারবে এবং সে অনুযায়ী বিদ্যুৎ প্রদান করবে।
আইফোনের বর্তমান মূল্য তালিকা
খুব শীঘ্রই না হলেও ভবিষ্যতে হয়তো আপনার চার্জিং ক্যাবলটি আর কোন কাজে আসবে না। কেননা মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো আস্তে আস্তে ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির দিকে বেশি মনোযোগ দিচ্ছে। যেমন স্যামসাং-এর গ্যালাক্সি এস৭ এস৮ কিংবা অ্যাপলের আইফোন ৮ সবগুলো ফোনই ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
মোবাইল ফোনের এক্সেসোরিজ দেখুন এখানে
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: October 24, 2017