আমাদের অনেক সময়ই অনিচ্ছা সত্ত্বেও প্রিয়জনের থেকে অনেক দূরে থাকতে হয়। সে হতে পারে পরিবারের কেউ কিংবা বন্ধু। দূরত্ব অনেক সময়ই সম্পর্ককেও মলিন করে ফেলে। তবে প্রিয় মানুষটি যদি জানে যে আপনি মাঝেই মাঝেই তার কথাই ভাবেন তাহলে হয়তো বিষয়টা বেশ ভালোই হয়। এই টাচ ল্যাম্প লাইটগুলো আপনার প্রিয়জনকে তাকে নিয়ে আপনার ভাবনার কথা জানিয়ে দিবে। প্রত্যেকেই যখন তাদের ল্যাম্পগুলোকে ওয়াই-ফাই নেটওয়ার্কে কানেক্ট করবেন তখন ল্যাম্পটিকে হাত দিয়ে স্পর্শ করলেই অন্য পাশে একটি বার্তা চলে যাবে। যখন একটি ল্যাম্পকে হাত দিয়ে স্পর্শ করা হবে তখন অপর পাশের ল্যাম্পেও একি রকম আলো দেখা যাবে।
বিভিন্ন রকম লাইটের মূল্য দেখুন বিডিস্টলে
জীবন অনেক সময় এতোটাই ব্যাস্ত হয়ে পড়ে যে একটা ফোন করারও সময় হয়ে উঠে না। এই ল্যাম্পগুলো তখন আপনার প্রিয়জনকে একটি মিষ্টি বার্তা পাঠাবে যে শত ব্যাস্ততার মাঝেও আপনি তার কথা ভাবেন।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: October 17, 2017