bdstall.com

মাইক্রোসফটের গাছের উপরে মিটিং ঘর

টেক জায়ান্ট মাইক্রোসফট বরাবরই তাদের কর্মকর্তাদের জন্য সুন্দর সুন্দর কর্মক্ষেত্র তৈরি করে দেয়ার জন্য আলোচিত। এবারো তেমনই একটি কাজ করেছে প্রতিষ্ঠানটি। মিটিং করার জন্য গাছের উপরে তিনটি বাড়ি বানিয়েছে তারা যেগুলোর অবস্থান ওয়াশিংটনের রেডমন্ডে তাদের কর্পোরেট হেডকোয়ার্টারে। 

 

আপনার ঘরকে সাজান বিভিন্ন ডিজাইনে

 

বাড়িগুলো বানানো হয়েছে পিট নেলসন এর নির্দেশনায় যিনি এনিমেল প্ল্যানেট এর ট্রিহাউজ মাষ্টার নামের একটি সিরিজ হোস্ট করেন। এই গ্রীষ্মে এগুলো তৈরি করা হয়েছে। তবে এগুলো বাচ্চাদের খেলার ঘর হিসেবে নয়, মূলত কর্মকর্তারা যাতে প্রাকৃতিক পরিবেশের সাথে সম্পর্ক গড়ে তুলে মনোরম পরিবেশে কাজ করতে পারেন তার জন্যই এই বিশেষ ঘরগুলো। সেখানে ওয়াই-ফাই এবং ডিভাইস চার্জের ব্যবস্থাও রাখা হয়েছে। তবে এটি আশা করাই যায় যে ঘরগুলোতে বৃষ্টির পানি পড়বে না কিংবা পাখির ডাকে কর্মকর্তাদের কাজের মনযোগ নষ্ট হবে না।

 

ম্যাশেবল অবলম্বনে।

 

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: October 15, 2017
Reviews (0) Write a Review