bdstall.com

অ্যাপলের নতুন ট্রুডেপথ ক্যামেরা সিস্টেম

আইফোন এক্সের নতুন ট্রুডেপথ প্রযুক্তির ক্যামেরার কারনে বলা হচ্ছে এর উৎপাদনে কিছুটা বিলম্ব হতে পারে। তবে এটি হয়ত অ্যাপলের জন্য এটি সুখবরই হতে পারে। কেননা এর প্রতিদ্বন্দীদের থেকে এটি অ্যাপলকে আরো কয়েক বছর এগিয়ে দিল। বিশ্লেষকরা অন্তত এমনটাই মনে করছেন। কেজিআই সিকিউরিটিজের বিশ্লেষক মিং-চি কুও এর মতে অ্যাপলের প্রতিদ্বন্দীদের আরো অন্তত দুই থেকে আড়াই বছরের প্রয়োজন এই ট্রুডেপথ প্রযুক্তি তাদের প্রোডাক্টে যুক্ত করার জন্য। 

 

আইফোনের বর্তমান মূল্য তালিকা

 

অ্যাপলের এই ট্রুডেপথ ক্যামেরা সিস্টেম চেহারা সনাক্ত করতে সাহায্য করে। এছাড়াও এডভান্সড ফেস ট্র্যাকিং এবং এনিমজি বিশ্লেষণেও সহায়তা করে। ৫.৮ ইঞ্চি সাইজের আইফোন এক্সের সামনের পুরোটা জুড়েই আছে স্ক্রিন। নতুন এই মডেলটিতে আইফোন তাদের হোম বাটনটিও সরিয়ে ফেলেছে।  এছাড়াও ৩ জিবি র‍্যামের পাশাপাশি আছে অ্যাপলের এ১১ বায়োনিক চিপসেট এবং হেক্সা কোর প্রসেসর। 

 

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: October 03, 2017
Reviews (0) Write a Review