গুগলের পরবর্তী স্মার্টফোন পিক্সেল ২ আসছে কিছুদিন পর। কিন্তু এরই মধ্যে এই ফোনের কয়েকটি ছবি অনলাইকে ফাঁস হয়ে গেছে। পাঁচ ইঞ্চির পিক্সেল ২ এবং ছয় ইঞ্চির পিক্সেল ২ এক্সএল দুটো ফোনেই কিউএইচডি কার্ভড ডিসপ্লে থাকবে। ছবিতে আরো দেখা যাচ্ছে যে দুটো ফোনই আগের বছরের পিক্সেলের তুলনায় সরু হবে। নতুন এই মডেলের ইউজার ইন্টারফেসেও কিছু পরিবর্তন এনেছে গুগল। গুগলের সার্চ বারটি এখন নিচে নেয়া হয়েছে যেখানে আগের মডেলগুলোতে এটি উপরেই ছিল।
স্মার্টফোনের বর্তমান মূল্য তালিকা
দুটো মডেলেই আছে স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপ, চার গিগাবাইট র্যাম, বারো দশমিক তিন মেগাপিক্সেলের প্রাইমারী ক্যামেরা এবং আট মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পেছনে রয়েছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ। এছাড়াও আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফাস্ট চার্জিং সুবিধা।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: October 03, 2017