bdstall.com

মোবাইল জীবাণুমুক্ত করবে ফোনসোপ

মোবাইলে অনেক দিন কেইস ব্যবহার করে তা খুলার পর অনেক ধুলোবালি জমে থাকে। এক গবেষণায় দেখা গেছে আমাদের মোবাইল ফোনে ব্যাকটেরিয়ার পরিমাণ একটি টয়লেট থেকেও আঠারো গুণ বেশি। আপনি হয়ত আপনার হাত অনেকবার পরিষ্কার করতে পারেন কিংবা ফোনটিকেই পকেটে ঢুকিয়ে রাখতে পারেন। কিন্তু এভাবে ফোনের জীবাণু দূর করে ফেলা সম্ভব নয়। এবার এ সমস্যা সমাধানে এসেছে ফোনসোপ নামের একটি কেইস। নাম শুনে মনে হতে পারে এটি হয়তো ফোনের বাথটাব। কিন্তু আসলে এটি একটি ফোন কেইস যার ভেতরে ইউভি লাইট লাগানো আছে। এই ইউভি লাইট আপনার ফোনের সকল জীবিত জীবাণুকে মেরে ফেলবে। একই সাথে আপনার ফোনে চার্জও হবে। অর্থাৎ আপনি যদি আপনার ফোনটিকে রাতের বেলা কেইসে ঢুকিয়ে রাখেন তাহলে সকালে একটি জীবাণুমুক্ত পূর্ণ চার্জ দেয়া ফোন পাবেন। 

 

মোবাইল ফোনের এক্সেসরিজ দেখুন এখানে

 

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: September 27, 2017
Reviews (0) Write a Review