ইনফোওয়াচ গ্রুপ নামের একটি রাশিয়ান সিকিউরিটি কোম্পানি একটি মোবাইল ফোন তৈরি করেছে যেটি এর অ্যাপগুলোকে আপনার ফোনের তথ্য সংগ্রহ থেকে বিরত রাখতে পারবে। তাইগা নামের এই স্মার্টফোনটি ফোনের অ্যাপকে এর ব্যবহারকারীর কোন কার্যবিধি বিশেষ করে ই-মেইল, ডকুমেন্ট, ছবি কিংবা ব্যবহৃত ডাটা সংগ্রহ করতে বাধা প্রদান করবে। যেমন জিমেইল অ্যাপটি সাধারণত মেইলের লেখাগুলোকে পাওয়ার অ্যাডে স্ক্যান করে। কিন্তু তাইগা ফোন এই অ্যাপটিও ব্যবহারকারির কোন ডাটা সংগ্রহ করতে পারবে না।
স্মার্টফোনের বর্তমান মূল্য তালিকা
তাইগা স্মার্টফোনটিতে এন্ড্রয়েডের একটি বিশেষ ভার্সন থাকবে যা কেবলমাত্র ইনফোওয়াচ ফার্মওয়্যারের জন্যই তৈরি করা হয়েছে। তাইগার প্রথম ৫০,০০০ ফোন রাশিয়ার বিভিন্ন কোম্পানির কর্মকর্তাদেরকে দেয়া হচ্ছে। কোন সাধারন ক্রেতা এখনও এই ফোনটি ক্রয় করতে পারবেন না। তবে সম্প্রতি ইনফোওয়াচ মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতে তাদের অফিস উদ্বোধন করেছে। ধারনা করা হচ্ছে কিছুদিনের মধ্যেই হয়তো এই দেশগুলোতে পাওয়া যাবে বিশেষ এই তাইগা মোবাইল ফোন।
এন্ড্রয়েড ফোনের বর্তমান মূল্য তালিকা
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: September 26, 2017