স্মার্টফোন আসার পর থেকেই প্রিন্ট ফটোর প্রচলন অনেকটা সেকেলে হয়ে গেছে। এখনকার যুগে মানুষ ছবি তুলে সেটাকে প্রিন্ট করার বদলে স্মার্টফোন থেকে ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করাতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে যত প্রযুক্তিই আসুক, প্রিন্ট ফটোর গুরুত্বটা হয়ত একটু কমে যাবে কিন্তু হারিয়ে যাবে না।
মোবাইল ফোন এক্সেসরিজ দেখুন এখানে
প্রাইন্ট এবার একটি স্মার্টফোন কেইস বাজারে এনেছে যেটা দিয়ে আপনি আপনার স্মার্টফোনে ছবি তোলার সাথে সাথে সেটা প্রিন্টও করে ফেলতে পারবেন। অর্থাৎ আপনার হাতের স্মার্টফোনটিই হয়ে যাবে একটি জলজ্যান্ত ক্যামেরা। তবে এই কেইসটি কেবলমাত্র আইফোন সিক্স, সিক্স এস, সিক্স প্লাস, সিক্স এস প্লাস এবং সেভেন প্লাসের সাথেই ব্যবহার করা যাবে। কেইসটি ফোনের পেছনে লাগিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই ফটো প্রিন্ট করে ফেলা যাবে। ছোট এই ফটো প্রিন্টারে কোন কালি ব্যবহারের ঝামেলাও নেই। জিঙ্ক পেপার নামের একধরণের বিশেষ পেপারে ছবি প্রিন্ট হবে যাতে কোন আলাদা কালির প্রয়োজন হয় না।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: September 26, 2017