আপনি যখন বাড়িতে একা কিংবা আপনার বাড়িই যখন একা তখন দরজায় কেউ নক করলে একটু ঘাবড়ে যাওয়াটাই স্বাভাবিক। যদি এমন হত আপনি গাড়িতে বসেই দেখতে পারবেন আপনার বাড়িতে কি কি ঘটছে তাহলে নিশ্চয়ই এটি একটি ভালো খবর হত। এবার এমনটাই সম্ভব ক্যানারি ফ্লেক্স স্মার্ট ক্যামেরার মাধ্যমে। এটি একটি পানি-নিরোধক ক্যামেরা যা স্মার্টফোন অ্যাপ্লিকেশনের সাহায্যে নিয়ন্ত্রণ করা যায়। ছোট এই ক্যামেরাটিতে আছে নাইট ভিসন প্রযুক্তি এবং রিচার্জেবল ব্যাটারি। মোবাইলের অ্যাপ থেকেই আপনি দেখতে পারবেন ক্যামেরার সামনে কি কি ঘটছে, চাইলেই ভিডিও রেকর্ড করতে পারবেন কিংবা এক ক্লিকের মাধ্যমেই ইমারজেন্সি সার্ভিসে কন্টাক্ট করতে পারবেন।
এছাড়াও চাইলেই আপনি একটি স্ট্যাটাস সেট করে দিতে পারবেন যা ক্যামেরার সামনে কোন নড়াচড়া ধরা পরলেই আপনার ফোনে নোটিফিকেশন পাঠাবে। সেখান থেকেই আপনি তাৎক্ষনিকভাবে ভয়েজ মেসেজ পাঠাতে পারবেন যা ক্যামেরার বিল্ট-ইন স্পিকারে শোনা যাবে। অর্থাৎ চোর আসলে আপনি তাকে দূর থেকেই সতর্ক করে দিতে পারবেন।
সিসি ক্যামেরার বর্তমান মূল্য তালিকা
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: September 17, 2017