bdstall.com

আইফোন ৯ হতে পারে স্যামসাং এর সেরা ফোন

এবছরই আইফোনের ১০ বছর পূর্তি হতে যাচ্ছে এবং খুব সম্ভবত অ্যাপল এবার এই সিরিজের পরবর্তী ফোন আইফোন নাইন নিয়ে আসবে। তবে এরই মধ্যে কোরিয়ান সংবাদ মাধ্যম দ্য ইনভেস্টর এর একটি রিপোর্টে বলা হয়েছে যে অ্যাপল তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন আইফোন নাইন এর চিপ স্যামসাংকে দিয়ে তৈরি করবে। 

রিপোর্টটিতে বলা হয় স্যামসাং উন্নত চিপ উৎপাদন সরঞ্জাম ক্রয় করেছে শুধুমাত্র আইফোনের ৭ ন্যানোমিটারের চিপ তৈরির উদ্দেশ্যে এবং গত মাসেই স্যামসাং এর কর্মকর্তারা অ্যাপল এর হেড কোয়ার্টারে এই চুক্তিটি করেছেন। 

 

বেশিরভাগ ভোক্তারাই জানেন যে স্যামসাং মোবাইল ফোন তৈরি করে সরাসরি অ্যাপলের সাথে প্রতিযোগিতা করে। কিন্তু অনেকেই এটা জানেননা যে স্যামসাং-এর মোবাইল ফোনের উপাদান তৈরিরও একটি ব্যবসা আছে। যেখানে তারা শুধু অ্যাপল নয়, অন্যান্য কোম্পানির জন্যও এরকম প্রসেসর, স্ক্রিন কিংবা ব্যাটারি তৈরি করে। যেমন কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপটির একমাত্র নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং এবং এই বছরের অনেকগুলো ফ্ল্যাগশিপ স্মার্টফোনেই এই চিপ ব্যবহার করা হয়েছে। 

 

অ্যাপলের আইফোন সেভেনের র‍্যামও স্যামসাং তৈরি করে। এমনকি আইফোন এইট এস এর ওএলইডি ডিসপ্লেও স্যামসাং তৈরি করবে। 

স্যামসাং এবং আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোনের বর্তমান মূল্য তালিকা

 

তথ্যসুত্রঃ ম্যাশেবল

 

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: July 22, 2017
Reviews (0) Write a Review