গুগল ড্রাইভে এবার নতুন একটি সেবা যোগ করা হয়েছে যেটি আপনার কম্পিউটারের সকল ফাইলগুলোকে গুগলের ক্লাউড স্টোরেজে ব্যাকআপ রাখার সুবিধা দিবে।
নতুন এই ব্যাকআপ এন্ড সিঙ্ক ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে আপনার কম্পিউটারের ইন্টারনাল স্টোরেজ কিংবা মেমোরি কার্ডের ফাইলগুলোকে একই ফরম্যাটে ড্রাইভে আপলোড করে দিবে। সুতরাং এবার থেকে আপনাকে ছবি, ভিডিও কিংবা ডকুমেন্ট রাখার জন্য গুগল ড্রাইভে আর নতুন করে ফোল্ডার নেটওয়ার্ক সাজাতে হবে না। নতুন এই টুলটি নিজে নিজেই আপনার কম্পিউটারের ফোল্ডারগুলোকে হুবহু নতুন করে ড্রাইভে তৈরি করে ফেলবে এবং ডাটাগুলোকেও সে অনুযায়ী সংরক্ষণ করবে। তবে গুগল ড্রাইভের ফ্রি স্টোরেজ ক্যাপাসিটি আগের মতই ১৫ গিগাবাইট। অর্থাৎ এই টুলটি ব্যবহার করেও আপনি সর্বোচ্চ ১৫ গিগাবাইট ডাটা সংরক্ষণ করতে পারবেন যদিনা আপনি আরো বেশি জায়গার জন্য গুগলকে টাকা না প্রদান করেন।
আপনার কম্পিউটারের লোকাল স্টোরেজ বাড়ানোর জন্য হার্ড ডিস্কের মূল্য দেখুন
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: July 18, 2017