চায়নায় নতুন একধরনের গণপরিবহন আসছে যেটি একই সাথে হবে বাস, ট্রাম এবং ট্রেন। চাইনিজ রেল ট্রানজিট ফার্ম সিআরআরসি এটিকে একটি স্মার্টবাস বলছে। তবে বাস বলা হলেও এটিতে বগিও যুক্ত করা যায় এবং যা রাস্তা দিয়েই চলাচল করে। এই স্মার্টবাসে কোন চালকের প্রয়োজন হবে না। আশ্চর্যজনকভাবে বগিগুলো রাস্তার একটি নির্দিষ্ট অংশ দিয়েই চলাচল করবে তবে কোন আলাদা ট্রেন কিংবা ট্রাম লাইন থাকবে না। স্মার্টবাসে একটি সেন্সর যুক্ত করা থাকবে যেটি রাস্তার সাদা ডট দেয়া লাইনটিকে অনুসরণ করবে এবং বাসটিও সে পথেই চলবে।
লম্বায় ৩০ মিটার স্মার্টবাস তার তিনটি বগিতে প্রায় ৩০০ জন যাত্রী পরিবহণ করতে পারবে এবং প্রয়োজনবোধে নতুন বগিও সংযুক্ত করা যাবে। স্মার্টবাস নামক এই বাহনটি সাবওয়ে কিংবা ট্রাম সিস্টেম থেকে অনেক বেশি সাশ্রয়ী হবে কেননা এতে কোন আলাদা লাইনের প্রয়োজন হবে না। চায়নার এমন অনেক ছোট ছোট শহর আছে যাদের ট্রেন লাইন বসানোর মত অর্থ আপাতত নেই তাদের জন্য এই স্মার্টবাস হবে খুবই উপযোগী। একটি সাবওয়ে ট্র্যাক করতে কিলোমিটার প্রতি যেখানে ব্যায় হয় ১০২ মিলিয়ন ডলার সেখানে স্মার্টবাসের জন্য কিলোমিটার প্রতি ব্যায় হয় ২ মিলিয়ন ডলার মাত্র।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: June 11, 2017