সম্প্রতি ডিজেআই তাদের নতুন ড্রোন স্পার্ক বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। এই ড্রোনটি এতোটাই ছোট যে সহজেই আপনার হাতের মধ্যেই এটি জায়গা হয়ে যাবে। ড্রোনটিতে ১ ২/৩-ইঞ্চির একটি সেন্সর আছে যা ১২ মেগাপিক্সেলের ছবি তোলতে সক্ষম এবং ৩০ ফ্রেম প্রতি সেকেন্ডে ফুল এইচডি রেজুলেসনের ভিডিও করতে পারবে এটি। ভিডিও এবং ছবি সংরক্ষণ করার জন্য একটি মাইক্রএসডি স্লটও আছে।
আরো দেখুনঃ
ডিজেআই স্পার্ক ড্রোনটিতে অন-বোর্ড ইনফ্রারেড নামের একটি প্রযুক্তি এতে যুক্ত করা আছে যা ছবির গভীরতার তথ্য সংরক্ষণ করে সহজেই ড্রোন সেলফি কিংবা ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার বা ঘোলা করে দিতে পারবে। স্পোর্ট মোডে এটি ৩১ মাইল প্রতি ঘণ্টা গতিবেগে চলতে পারবে এবং টানা ১৬ মিনিট আকাশে উড়তে পারবে। রিমোট কন্ট্রোলের সাহায্যে ড্রোনটিকে ১.২৪ মাইল দূরে পাঠানো যাবে এবং সেখান থেকে এটি সহজেই আবার উড্ডয়নস্থলে ফিরে আসবে। এমনকি যদি ব্যাটারির চার্জ শেষের দিকে চলেও যায়, তাহলেও এটি স্বয়ংক্রিয়ভাবে আগের জায়গাতে ফিরে আসবে। মোটকথা সেলফি তোলা কিংবা উপর থেকে গ্রুপ ফটো তোলার জন্য অসাধারন এক ডিভাইস হবে ডিজেআইর নতুন এই স্মার্ট ড্রোনটি।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: May 25, 2017