পৃথিবীর চতুর্থ বৃহৎ স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান অপ্পো তাদের নতুন ফোন অপ্পো এফ৩ প্লাস বাজারে নিয়ে এসেছে। এই ফোনের অন্যতম আকর্ষণ হচ্ছে এর ডুয়াল সেলফি ক্যামেরা। ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের একটি প্রধান ফ্রন্ট ক্যামেরার পাশাপাশি ৮ মেগাপিক্সেলের একটি সাব ফ্রন্ট ক্যামেরা থাকবে। ৬৪ জিবি বিল্ট-ইন মেমরির সাথে আরো ২৫৬ জিবি মাইক্রোএসডি যুক্ত করা যাবে। এছাড়াও আছে ৬ ইঞ্চি ডিসপ্লে, করনিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন, ৪ জিবি র্যাম, অকটা কোর প্রসেসর, এন্ড্রয়েড মার্শম্যালো অপারেটিং সিস্টেম। বিশেষ নিরাপত্তার জন্য হোম বাটনে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং লম্বা সময় ধরে ব্যাটারি লাইফের জন্য আছে প্রায় ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি।
অপ্পো ফোনের বর্তমান মূল্য তালিকা
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: March 29, 2017