ডোমেইনঃ ওয়েবসাইট তৈরি করতে প্রথমেই আপনার একটি ডোমেইন প্রয়োজন। ডোমেইন হল ইন্টারনেটে আপনার ওয়েবসাইটের একটি ইউনিক ঠিকানা। পৃথিবীতে প্রতিটি ডোমেইন নেইমই আলাদা আলদা। একটি ওয়েবসাইটের সকল ডাটা একটি সার্ভারে থাকে এবং সেই সার্ভারের এক নির্দিষ্ট আইপি এড্রেস থাকে। আইপি এড্রেস টাইপ করেও ওয়েবসাইটে প্রবেশ করা যায়। তবে আইপি এড্রেস মনে রাখা কঠিন বিধায় প্রতিটি ওয়েবসাইটেরই একটি ডোমেইন নেইম থাকে। যেমন বিডিস্টলের আইপি এড্রেস 107.167.178.237, কিন্তু এই সংখ্যাটি মনে রাখা কষ্টকর বিধায় বিডিস্টলের ডোমেইন নেইম bdstall.com। এখানে ডোমেইন নেইমটি আইপি এড্রেসের সাথে লিঙ্ক করা থাকে। তাই ডোমেইন নেইমটি লোড করলেই ওয়েবসাইটটি লোড হয়। কিছু কিছু ডোমেইন নেইম ফ্রি পাওয়া যায়। আবার উচ্চমানের ডোমেইন নেইমগুলো একটি নির্দিষ্ট সময়ের জন্য টাকা দিয়ে কিনে নিতে হয়। যেমন .com / .org / .net।
হোস্টিংঃ ডোমেইন কেনার পর ওয়েবসাইটকে অনলাইন এ রাখতে হোস্টিং কিনতে হয়। সেখানে ওয়েবসাইটের সকল ডাটা থাকবে। বিভিন্ন কোম্পানি এই সেবাটি বিক্রয় করে থাকে। সেখানে বিভিন্ন রকম হোস্টিং সেবা থাকে। যেমন শেয়ার হোস্টিং, ডেডিকেটেড হোস্টিং কিংবা ভার্চুয়াল প্রাইভেট হোস্টিং। আপনার পছন্দ অনুযায়ী যেকোনো একটি প্যাকেজ সেখান থেকে বেছে নিতে পারেন।
ওয়েব সার্ভিসের প্রাইস দেখুন।
এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: March 16, 2017