bdstall.com

রেজারের তিন স্ক্রিনের ল্যাপটপ

খ্যাতিমান গেমিং কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান রেজার যুক্তরাষ্ট্রে সিইএস ট্রেড শো ২০১৭-এ তিনটি স্ক্রিনযুক্ত একটি ল্যাপটপ কনসেপ্ট শেয়ার করেছে। প্রজেক্ট ভ্যালেরি নামের এ প্রকল্পে রেজার এই ল্যাপটপটি তৈরি করছে যেখানে ল্যাপটপের মূল স্ক্রিন থেকে স্বয়ংক্রিয়ভাবে আর দুটি ১৭.৩ ইঞ্চি মাপের স্ক্রিন বের হবে। প্রতিটি স্ক্রিনে থাকবে ৪কে (4K) প্রযুক্তি। এছাড়াও আরো থাকবে এনভিআইডিআইএ জি-সিঙ্ক ভিডিও টেকনোলোজি। এখন সময়ই বলে দিবে যে রেজারের সম্পূর্ণ নতুন প্রযুক্তির এই ল্যাপটপ কতটুকু আকর্ষণ করতে পারে গেমারদের। যদিও বর্তমানে অনেক গেমারই একের অধিক মনিটর সামনে নিয়ে গেম খেলতে ভালবাসেন।

তথ্যসুত্রঃ ম্যাশেবল।

এই প্রবন্ধটি পোস্ট করা হয়েছে: January 07, 2017
Reviews (0) Write a Review